বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:একটা ছোট্ট শব্দবন্ধ ‘মজা দেখিয়ে দেব’। এভাবেই বার্তা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই বার্তা কি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে? কীভাবে মজা দেখাবেন তিনি? সেই প্রশ্ন নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।

বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক বলেছেন, বামপন্থীদের যে সব পার্টি অফিস তৃণমূল দখল করে রেখেছে। সেগুলি নির্বাচনের পর বিজেপি খুলে দেবে। বামপন্থীদের ফিরিয়ে দেওয়া হবে। এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে৷

সেই ক্ষেত্রেই একাধিক মন্তব্য করেছেন। গত নির্বাচনের পরে রাজ্যজুড়ে তৃণমূল দুর্বৃত্তায়ন চালিয়েছে। সেই বার্তা দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। মঙ্গলবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রচারে বেরিয়েছিলেন। আর সেখানেই তিনি এমন মন্তব্য করেছেন।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, “গণতন্ত্রে এটাই হওয়া উচিত। কেন বামদের পার্টি অফিস তৃণমূল দখল করবে? এটা হওয়ার কথা না। তৃণমূল আগের ভোটের পরে প্রচণ্ড সন্ত্রাস চালিয়েছে বিজেপির উপরে। কত মানুষের ঘর ভেঙেছে। কত মানুষের ঘর পুড়িয়েছে। তৃণমূল দুর্বৃত্তের দল, চোর ছ্যাঁচরের দল। তখনও পুলিশ প্রশাসন ছিল।তারা সঠিকভাবে মোকাবিলা করেনি সেই ঘটনার।”

এরপরেই আরও কড়া মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার নির্বাচনের পরে এমন ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ” একটা ছোট্ট শব্দবন্ধ মজা দেখিয়ে দেব।” আর এই ঘিরে শুরু হয়ে গিয়েছে চর্চা। তাহলে কি পাল্টা আঘাতের পথে বিজেপি এবার হাঁটবে? নতুন করে বিজেপি আক্রমণাত্মক হয়ে উঠবে? এই প্রশ্ন উঠছে।
উত্তরবঙ্গের ঝড়ের পর বিতর্কিত মন্তব্য করছেন দিলীপ ঘোষ। তাই নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে। তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষকে পাল্টা আক্রমণের পথে হেঁটেছে। দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দিলীপ ঘোষ ভালো মানুষ। এমনই বললেন তমলুকের বিজেপি প্রার্থী।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের তারাগেড়িয়াতে ভীম মন্দিরে পুজো দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিষ্ঠাভরে পুজো দেওয়া হয়৷ বিজেপির স্থানীয় নেতা- কর্মীরা বিপুল সংখ্যায় তাঁর সঙ্গে এদিন ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *