বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:। কার্শিয়াং এ ভীড় উপচে পড়ছে সকাল থেকেই। ভীড় জমাচ্ছেন পর্যটকেরা। সব জায়গাতেই থিকথিকে ভীড় জমছে পাহাড়ে। সাধারনত এই সময়টাতে পরিক্ষার পরের সময়, এইসময় ভীড় প্রতিবছরই থাকে একটু বেশী। যার অমিল হল না এবারও।
বেশীরভাগ মানুষ কলকাতা থেকে এসেছেন।তারা ভীড় করছেন পার্বত্য শহরের সব জায়গাতেই। ভীড় করছেন প্রায় সব বয়োসী সব ধরনের মানুষ। ভীড় একেবারেই উপচে পড়ছে মিরিক এবং কালিম্পং তেও। যত ভীড় বাড়ছে পাল্লা দিয়ে তার সাথে বাড়ছে জিনিসের মুল্য। মমো থেকে বিষ্কুট সব খাবারের জিনিসের দাম আকাশছোয়া।তাই লাইন দিয়ে কিনছেন পর্যটকেরা। খেতে তো হবেই। তাই পাহাড়ের আবহাওয়াতে ঘোরবার সাথে সাথে একটু খাওয়ার আনন্দ উপভোগ করতে চান সবাই। আর পাহাড় হলে তো কথাই নেই।