বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ বাগডোগরা এয়ারপোর্টে এসে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। আজ তিনি “খিচ মেরী ফটো”বলে কটাক্ষ করলেন।
এদিন তিনি জানান উনি (মুখ্যমন্ত্রী) ভালই জানেন নাটক কিভাবে করতে হয়। উনি ভালো জানেন নাটক করতে। নাটক করে উনি চান মানুষ ওনাকে ভোট দিক। আমি এসেছি মানুষের কাছে এবং মানুষকে সাহায্য করতে। মুখ্যমন্ত্রী জানেন কিভাবে সাধারন মানুষের মনকে জয় করতে হয়। ভোটের আগে এটা ওনার নতুন চাল। তবে মানুষের কাছে উনি পরিচিত হয়ে গেছেন। তাই আর কিছু মানুষ ওনার কাছ থেকে আশা করে না। আমি নিজে নন্দীগ্রামে ওনাকে ভোটে হারিয়েছি। তাই এবার উনি ভালভাবেই সবকিছু জানেন। তাই উনি এত নাটক শুরু করে দিয়েছেন। হঠাৎ করে রাতে চলে এসে জলপাইগুড়িতে রোগীদের দেখতে চলে যাওয়া ওনার নাটকেরই অঙ্গ। শুভেন্দু অধিকারী আরো জানান চোর,ডাকাত এবং গুন্ডার দল এই তৃণমূল কংগ্রেস। মানুষ এদের বিশ্বাস করে না। তাই এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মুখ দেখাতে পারবে না বলে দাবী করলেন শুভেন্দু অধিকারী। তিনি আরো জানান আবার সরকারে আসতে চলেছে বিজেপী,কাজেই মানুষ যেন সাবধানে থাকেন সবাই নয়, সৎ মানুষের কোন ভয় নেই, কিন্তুু যারা অসৎ তারা সাবধানে থাকুন, বিজেপী সরকার আসলে কেউ রক্ষা পাবেন না, বলে জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।