বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)! আগামী ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন রয়েছে। কার্যত হাতে আর সময় নেই। নির্বাচনের মুখে ফ্রিজ হয়ে রয়েছে কংগ্রেসের অ্যাকাউন্ট। যা রীতিমত বড় ধাক্কা কংগ্রেসের (Congress)।

 

আর এর মধ্যেই ১৮২৩ কোটি টাকার নতুন একটি নোটিশ কংগ্রেসকে দিয়েছে আয়কর দফতর (Income Tax Department) । যা নিয়ে বিতর্ক তুঙ্গে। আর এর মধ্যেই আরও দুটি নোটিশ আয়কর দফতর দিয়েছে বলে দাবি জয়রাম রমেশের। এক রাতের মধ্যেই এই দুই নোটিশ (Income Tax Notice) দেওয়া হয়েছে বলে অভিযোগ।

বর্ষীয়ান ওই কংগ্রেস নেতার দাবি, শুক্রবার 1,800 কোটি টাকারও বেশি নতুন করের নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু এক রাতের মধ্যেই আয়কর বিভাগ থেকে আরও দুটি নোটিশ দেওয়া হয়েছে। যা প্রতিহিংসা বলেই দাবি বর্ষীয়ান এই কংগ্রেস নেতার। শুধু তাই নয়, মোদী সরকার “tax terrorism” চালাচ্ছে বলেও অভিযোগ তাঁর। এর বিরুদ্ধে ফের আইনি পথে লড়াই চলবে বলেই ইঙ্গিত কংগ্রেস মহাসচিবের। যদিও এই বিষয়ে আয়কর দফতরের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

২০১৭-১৮ থেকে ২০২০-২১ পর্যন্ত মোট তিন বছরে যে পরিমান আয়কর বাকি রয়েছে। পুরোটা তথ্য খতিয়ে দেখে সুদ সহ এই ১৭০০ কোটি টাকা জরিমানা করা হয়েছে কংগ্রেসকে। এই নোটিশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়ছিল কংগ্রেস। যদিও আদালত তা কর্ণপাত করেনি। আর এর মধ্যেই গতকাল শুক্রবার নতুন করে আরও একটি নোটিশ পাঠায় আয়কর দফতরই। যেখানে ১৮২৩ কোটি টাকা মেটানোর কথা বলা হয়েছে।

কংগ্রেসের দাবি, বিজেপি ভয় পাচ্ছে! একেবারে রাজনৈতিক ষড়যন্ত্র করেই এই কাজ করা হচ্ছে। লোকসভা নির্বাচনে কংগ্রেস যাতে প্রচার করতে না পারে সেজন্য এই ছক সাজানো হয়েছে বলেও দাবি শীর্ষ কংগ্রেস নেতৃত্বের। বলে রাখা প্রয়োজন, অ্যাকুন্ট ফ্রিজ থাকার কারণে প্রচারে চ্যালেঞ্জের মুখে পড়েছে কংগ্রেস।

প্রচার চালানোর মতো যে পরিমান টাকা প্রয়োজন সেই টাকা খরচ করা যাচ্ছে না। এই বিষয়ে কমিশনেও নালিশ জানিয়েছে কংগ্রেস। এই অবস্থায় সোনিয়া-রাহুল গান্ধীদের রণকৌশল কী হয় সেদিকেই নজর সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *