বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: লকেট চট্টোপাধ্যায় বনাম রচনা বন্দ্যোপাধ্যায় লড়াই যেন অনেকটাই জমে উঠেছে। হুগলি লোকসভা কেন্দ্রে টলিউডের এক সময়ের দুই স্টার এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী। রোজই একে অপরকে খোঁচা দিচ্ছেন দুই প্রার্থী। আরও একবার সেই ঘটনা সামনে এল।

রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের টিকিটে ওই কেন্দ্র থেকে লড়ছেন। রচনা যে কী ভুল করেছেন, তা তিনি পরে বুঝতে পারবেন। দিদি নম্বর ওয়ান থেকে সোজা নির্বাচনের লড়তে এসেছেন রচনা। তাই তিনি বিষয়টি বুঝতে পারেননি। পরে বিষয়টি বুঝবেন। এমনই কটাক্ষ করলেন লকেট চট্টোপাধ্যায়।

 

রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র বিজেপিতে যোগ দিয়েছেন। ওড়িশায় তিনি অত্যন্ত জনপ্রিয় মুখ। তাই নিয়ে বাংলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। লকেট চট্টোপাধ্যায় সেই ইস্যুকে সামনে রেখেই বক্তব্য রেখেছেন। নরেন্দ্র মোদীর হাত ধরেই ভারতবর্ষের উন্নয়ন। সিদ্ধান্ত মহাপাত্র বিজেপিতে যোগ দিয়েছেন। রচনা বন্দ্যোপাধ্যায়ও তাঁর ভুল বুঝতে পারবেন। একসময় তাঁকেও বিজেপিতে আসতে হবে। এমনই দাবি করেছেন লকেট।

সিদ্ধান্ত মহাপাত্র বিজেপিতে যোগ দিয়েছেন। এই বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায়কে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। শুক্রবারও রচনা প্রতিদিনের মতোই প্রচারে বেরিয়েছিলেন। সেই সময় এই বিষয়ে প্রশ্ন করা হয়। রচনা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তার বেশি কোনও কথা বলতে চাননি।

রচনা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আমি দিদির সঙ্গে আছি। দিদির পাশে আছি। পশ্চিমবঙ্গের যাতে উন্নতি হয়, আমি তার জন্য লড়াই করছি৷ এখন আমি হুগলিবাসীর কথা বলব। এখন আমি হুগলিতে এসেছি। তাই হুগলির কথা বলব। হুগলির উন্নয়ন করব।”

তৃণমূল প্রার্থী আরও বলেন, “কে কোথায় যাচ্ছে, কে কোথায় যোগদান করছে, কে কী বলে বেড়াচ্ছে, এত ভাবার সময় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *