বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: প্রার্থী হওয়ার পর থেকেই বিতর্কিত মন্তব্য করছেন দিলীপ ঘোষ। নির্বাচন কমিশনের দফতরেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু তিনি স্বমহিমায়। কোনও অভিযোগেই তিনি দমেননি। বরং একইভাবে পৌঁছে যাচ্ছেন মানুষের মধ্যে।

তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ দিলীপ ঘোষ সম্পর্কে মন্তব্য করেছেন। শুক্রবার দিলীপ ঘোষও খোঁচা মারলেন। তৃণমূল প্রার্থী নিজে কটা ছয় মেরেছেন? প্রশ্ন ছুঁড়ে দিলেন। বিজেপি কর্মী- সমর্থকদের মধ্যে হাসির রোল উঠল৷

দিলীপ ঘোষ তাঁর নির্বাচন কেন্দ্রে পা না রাখলেও তাঁকে নিয়ে বিতর্ক হয়। দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্য নিয়ে কেউ নাম কামায়, কেউ ছবি ছাপায়। কেউ রাজনৈতিক ভাবে চমকানোর চেষ্টা করে। আবার তাঁর বিতর্কিত মন্তব্য নিয়ে চ্যানেল চলে। শুক্রবার এমনই মন্তব্য করলেন দিলীপ ঘোষ।

শুক্রবার সকালে বর্ধমানে প্রচার সারেন। এরপর কাঁকসার তিনটি জায়গায় প্রচার করতে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন দুপুর তিনটে নাগাদ কাঁকসার দু নম্বর কলোনির বটতলায় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর হাত শক্ত করার জন্য সকলের কাছে আবেদন করেন।

এরপর তিনি কাঁকসার ১১ মাইল বাসস্ট্যান্ডের সামনে দলীয় কর্মীদের নিয়ে চা চক্রে যোগ দেন। সেখান থেকে কর্মসূচি শেষ করে কাঁকসার শিলামপুরে একটি মেলায় যান। সেখানেও দলীয় কর্মীদের নিয়ে যোগ দিয়ে জনসংযোগ বাড়ান।

বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের ওপিনিয়ন পোলে বিজেপিকে দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রে অনেকটাই পিছিয়ে রেখেছে। সেই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, “এতদিন প্রার্থী দেওয়া হয়নি। বিজেপি পিছিয়ে আছে বলা হচ্ছিল। আগামী সপ্তাহে ওপিনিয়ন পোল করে দেখুন, বিজেপি কতটা এগিয়ে রয়েছে।”

তিনি যেখানেই প্রচার করতে যাচ্ছেন, সাধারণ মানুষ তাঁকে দুহাত তুলে আশীর্বাদ করছেন। এমনই দাবি করলেন দিলীপ৷ এদিনও প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গিয়েছে তাঁর সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *