বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :: লোকসভা নির্বাচনে তিনি টিকিট পাননি। অভিমান করেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে হতাশ করেননি। এবার উপ নির্বাচনে তিনি লড়াই করবেন। বরাহনগর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে তৃণমূল।


শুক্রবার বিকেলের পর প্রার্থী তালিকা প্রকাশ হল। বরাহনগর ও ভগবান গোলা দুটি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন। বিজেপি দুটি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে। এবার তৃণমূলও তাদের প্রার্থী তালিকা প্রকাশ করল। লোকসভা নির্বাচনের পাশাপাশি উপ নির্বাচনে বরাহনগর কেন্দ্রেও নজর থাকবে।

বিজেপি এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে সজল ঘোষকে। তিনি কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এবার তাঁরই বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাপস রায় এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন।

কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী এখন তাপস রায়। বিধায়ক পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। সেজন্যই এই কেন্দ্রে উপ নির্বাচন হচ্ছে। সজল ঘোষ বনাম সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় লড়াই কতটা সেয়ানে সেয়ানে হয়? তাই নিয়ে চর্চা শুরু হয়েছে। তৃণমূল এই কেন্দ্র হারাতে চায় না। অন্য দিকে বিজেপি এই কেন্দ্র জেতার জন্য অঙ্ক কষছে।
আগামী ২ জুন রাজ্যের বরাহনগর ও ভগবানগোলা দুই কেন্দ্রে উপ নির্বাচন। ৪ জুন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের সঙ্গে এই দুই কেন্দ্রের ফল বেরোবে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় টিকিট পাবেন লোকসভা নির্বাচনে। এমন আশা তিনি করেছিলেন। কিন্তু লোকসভায় তাঁকে টিকিট দেওয়া হয়নি।

আশাভঙ্গ হয়েছিলেন অভিনেত্রী৷ অভিমানও হয়েছিল টলিউড নায়িকার। এমন কথা শোনা গিয়েছিল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে একেবারে নিরাশ করেননি। বরাহনগর কেন্দ্রে প্রার্থী করা হল।

ভগবানগোলায় তৃণমূলের হয়ে টিকিট পেলেন রেয়াত হোসেন সরকার। মুর্শিদাবাদ জেলার এই কেন্দ্রের তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি সম্প্রতি মারা গিয়েছেন। ফলে সেখানেও উপ নির্বাচন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *