বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে কর্মীসভা করলেন মেয়র গৌতম দেব।
মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য এম এম আই সি এবং তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের সদস্যরা। এদিন মেয়র জানান আমাদের সবাইকে অনেক কষ্ট করে জয়লাভ করতে হবে। আমাদের দরকার একতা। তাই এই শক্তি নিয়েই চলতে হবে আমাদের। বিজেপী এবং সিপিএম আমাদের বিরুদ্ধে কুৎসা রটিয়ে আমাদের ভোট ভাগ করে দিতে চাইছে। কিন্তুু মানুষ একেবারেই হতে দেবে না। এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে। তৃণমূল কংগ্রেস মা মাটি এবং মানুষের সরকার তাই তারা প্রমান করে দেবে এই লোকসভা ভোটে। শুধুমাত্র সময় বলে দেবে বলে জানান মেয়র। এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস সভাপতি মহুয়া গোপ ছাড়াও তৃণমূল কংগ্রেস এর অন্যান্য সদস্যরা।