বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::বলিপাড়ায় দাবানলের মতো ছড়িয়েছে অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থের বিয়ের খবর। গোপনে নাকি তাঁরা বিয়ে সেরেছেন।
কিন্তু অভিনেতা বা অভিনেত্রী কেই সেই জল্পনায় কোনও সিলমোহর দেয়নি। এমনকী তাঁদের পরিবারের কেউ এই নিয়ে কোনও কথা বলেননি।
শোনা গিয়েছিল তেলেঙ্গানার এক মন্দিরে নাকি তাঁরা বিয়ে সেরেছেন। কারণ বনশালির হিরামান্ডির প্রিমিয়ার শো-তে উপস্থিত ছিলেন না অভিনেত্রী। তারপরেই সকলে দুয়ে দুয়ে চার করেছিলেন। যদিও সারাদিন কেটে গেলেও বিয়ের কোনও খবরই তাঁরা প্রকাশ করেননি।
শোনা যাচ্ছিল তেলেঙ্গানার রঙ্গনায়কস্বামী মন্দিরে বিয়ে করেছেন তাঁরা। কিন্তু তার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিনেতা বা অভিনেত্রী কেউ প্রকাশ্যে এসে কোনও কথা বলেননি আবার সোশ্যাল মিডিয়ায় কোনও ছবিও শেয়ার করেননি। তারপরেই বৃহস্পতিবার তাঁরা ইনস্টাগ্রামে যে ছবি শেয়ার করেছেন তাতে অনেকটা হতাশই হয়েছেন অনুরাগীরা। এনগেজমেন্টের ছবি শেয়ার করেছেন।
ইনস্টাগ্রামে একে অপরের হাতে আংটি দেখিয়ে অতিদি রাও হায়দারি লিখেছেন এনগেজড। তাহলে কি বিয়ে এখনও হয়নি? এই সব প্রশ্নের কোনও উত্তর মেলেনি। গত কয়েক বছর ধরেই তাঁরা সম্পর্কে রয়েছেন। দক্ষিণী তারকা সিদ্ধার্থের সঙ্গে অদিতির প্রথম পরিচয় ২০২১ সালে। মহাসমুদ্রম সিনেমা করেছিলেন তাঁরা। কিন্তু ছবিটি তেমন ভাবে বক্স অফিসে সাফল্য পায়নি। তখন থেকে তাঁরা সম্পর্কে জড়িয়েছিলেন।
কিন্তু অদিতি বা সিদ্ধার্থ কেই তাঁদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি। তাঁদের একসঙ্গেও তেমন কোথাও দেখা যায়নি। ২০২৩ সালে অদিতির জন্মদিনে ইনস্টাগ্রাম পোস্টে সিদ্ধার্থ প্রথম তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনে। অদিতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পার্টনার বলে উল্লেখ করেছিলেন সিদ্ধার্থ।