বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::লোকসভা ভোটে আসতে চলেছে আরও এক তারকা প্রার্থী। এবার বলিউড অভিনেতা গোবিন্দা যোগ দিলেন শিন্ডের শিবসেনায়।

বিজেপির শরিক শিন্ডের শিবসেনা। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছেন মহারাষ্ট্রে। গোবিন্দার শিন্ডের দলে যোগ দেওয়া বড় পরিকল্পনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রাথমিক ভাবে শোনা যাচ্ছে বলিউড অভিনেতা গোবিন্দা একনাথ শিন্ডের সঙ্গে দেখা করে তাঁর দলে যোগ দেন। শোনা যাচ্ছে মুম্বই উত্তর-পশ্চিম কেন্দ্রের টিকিট দেওয়া হবে তাঁকে। সেই কেন্দ্রে উদ্ধব ঠাকরের শিবসেনা প্রার্থী করেছে অমোল কিরটকারকে।

যদিও রাজনীতিতে গোবিন্দা নতুন নন। এর আগেও তিনি দীর্ঘ সময় রাজনীতিতে ছিলেন। ২০১০ সালের আগে কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন গোবিন্দা। এমনকি কংগ্রেসের টিকিটে জিতে সাংসদও হয়েছিলেন তিনি। কিন্তু ২০১০ সালে তিনি রাজনীতি থেকে অবসর নেন। বলতে গেলসে রাজনীতি ছেড়ে দিয়েছিলেন। ২০২৪-র লোকসভা ভোটের আগে ফের রাজনীতিতে ফিরলেন তিনি।

বৃহস্পতিবার সকাল থেকেই গোবিন্দার রাজনীতিতে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শোনা যাচ্ছিল একনাথ শিণ্ডে তাঁকে প্রার্থী করার প্রস্তাব দিয়েছিলেন। বিকেল গড়তে গড়াতে পরিষ্কার হল চিত্রটি। শিণ্ডের দফতরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে দলীয় পতাকা হাতে নিয়ে শিবসেনায় যোগ দিলেন গোবিন্দা।
শিণ্ডের বিজেপিতে যোগ দিয়ে গোবিন্দা বলেছিলেন ২০১০ থেক ২০১৪ টানা ১৪ বছর রাজনৈতিক বনবাস কাটিয়ে ফিরে এলাম। অর্থাৎ এতোদিন তিনি রাজনীতি থেকে বনবাস নিয়েছিলেন বলে জানিয়েছেন। শিণ্ডে জির ছত্রছায়ায় এবার রাম রাজ্যে প্রবেশ করলাম বলে জানিয়েছেন তিনি। কয়েকদিন আগে উত্তর-পূর্ব মুম্বই কেন্দ্রের প্রার্থী হওয়ার প্রস্তাব নিয়ে গোবিন্দার কাছে গিয়েছিলেন। তখন থেকেই শুরু হয়েছিল গুঞ্জন।

গতলোকসভা নির্বাচনের আগে অভিনেত্রী ঊর্মিলা মার্তণ্ডকার যোগ দিয়েছিলেন শিবসেনায়। সেসময় উদ্ধব ঠাকরের নেতৃত্বে একক ভাবে ছিল শিবসেনা। শিবসেনার টিকিটে প্রার্থী হয়েছিলেন ঊর্মিলা কিন্তু জিততে পারেননি। তারপরে শিবসেনার চেহারা বদলে গিয়েছে। এখন ভেঙে গিয়েছে বাল ঠাকরের শিবসেনা। উদ্ধব এবং শিণ্ডে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *