বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::তৃণমূল কংগ্রেস বহরমপুরে প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে। তিনি ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্যও। এবার তার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। কমিশনে চিঠি নিয়ে অভিযোগ জানানো হয়েছে। তবে এনিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনে দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছে, ইউসুফ পাঠান তাঁর প্রচারে ভারতের হয়ে আন্তর্জাতিকস্তরে ক্রিকেটে অংশ নেওয়া এক সময়ের সহ খেলোয়াড়দের ছবি ব্যবহার করছেন।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে লেখা চিঠিতে কংগ্রেসের তরফে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের বহরমপুর কেন্দ্রের সর্বভারতীয় তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, এলাকায় নির্বাচনী প্রচারে ব্যানার-পোস্টার-ছবিতে ২০১১-র আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জয়ের মুহূর্তগুলি ফুটিয়ে তুলছেন। যেখানে সচিন তেন্ডুলকার-সহ অন্য ভারতীয় ক্রিকেটাররা রয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, ২০১১ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ জয়ের মুহূর্তগুলি জাতীয় গর্বের বিষয় হিসেবেই অনুভব করে প্রতিটি ভারতবাসী। কিন্তু সেই ছবি নির্বাচনী প্রচারে ব্যবহার করা উচিত নয় বলেই মনে করে কংগ্রেস। যেখানে নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি কার্যকর করা হয়েছে, সেখানে এইধরনের ছবির ব্যবহারে তা লঙ্ঘন করা হচ্ছে বলেও মনে করে কংগ্রেস।
ইউসুফ পাঠানের প্রচারে ২০১১ সালের আইসিসি বিশ্বকাপের ছবি ব্যবহারে আপত্তির কথা জানিয়ে কংগ্রেসের তরফে নির্বাচনের কমিশনের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে। এব্যাপারে যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় প্রশাসনকে যাতে নির্দেশ দেওয়া হয়, সেই দাবিও তোলা হয়েছে কংগ্রেসের তরফে।
কংগ্রেসের তরফে আরও বলা হয়েছে, সেই সব ছবি অনৈতিক ও বেআইনি ব্যবহারে যাতে জাতীয় বীরদের আঘাত না লাগে তাও দেখতে হবে। কংগ্রেসের তরফে এই ধরনের পোস্টার ও ব্যানারের ছবি মেলে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে।
এব্যাপারে সংবাদ মাধ্যমের তরফে বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ছবিতে সচিন তেন্ডুলকারের মতো অনেকে রয়েছেন। তাঁরা তো আর তৃণমূলে যোগ দেননি। আর নির্বাচনী প্রচারে কিছু নিয়মকানুন রয়েছে তাতো মানতে হবে।
গত ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভা থেকে নাম ঘোষণার প্রায় দশদিন পরে প্রচারের নেমেছিলেন ইউসুফ পাঠান। সেই সময় অধীর চৌধুরীকে ব্রেটলির সঙ্গে তুলনা করেছিলেন তিনি। প্রচারে নেমে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁকে জেতালে তারকা ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে পারবেন বহরমপুরবাসী।