বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রথম দফার নির্বাচন শুরু হতে একমাসও বাকি নেই! এপ্রিল মাসের শুরুতেই বাংলায় চলে আসছে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার আগে থেকেই বাংলায় রয়েছে দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

কিন্তু এই বাহিনীকে ব্যবহার নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে বিরোধীদের। এমনকি ভোটের (Lok Sabha Election 2024) দিনেও কেন্দ্রীয় বাহিনীকে ঠিক্মতো ব্যবহার করা হয় না বলে একাধিক অভিযোগ সামনে আসে। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে কমিশনের (Election Commission of India) তরফে।

এবার আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেন্দ্রীয় বাহিনী এবং রুটমার্চ সংক্রান্ত যাবতীয় মুখ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শাসক-বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা তো বটেই, সাধারণ মানুষও এই বিষয়ে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। যা কার্যত নজিরবিহীন বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শুধু তাই নয়, বাহিনী নিয়ে কোনও অভিযোগ থাকলে তাও সরাসরি জানানো যাবে। এবার বিএসএফের বদলে কেন্দ্রীয় বাহিনীর কো-অর্ডিনেটরের হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে সিআরপিএফ। আর তাই প্রত্যেকদিনের বাহিনী স্পংক্রান্ত রিপোর্ট মন্ত্রক এবং মুখ্য নির্বাচন কমিশনকে পাঠাতে হবে সিআরপিএফকে।
বলে রাখা প্রয়োজন, বাহিনীর প্রত্যেকদিনের আপডেট সংক্রান্ত তথ্য রিপোর্ট আকারে স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন। প্রতিদিন সকাল ১০ টার মধ্যেই রিপোর্ট পৌঁছে যাওয়া প্রয়োজন মন্ত্রকে। হার্ড কপি এবং ই-মেল মারফত সেই তথ্য পৌঁছানোর কথা বলা হয়েছে।

যা খুবই গুরুত্বপূর্ণ। কমিশনের মতে, এক্ষেত্রে বাহিনীকে ব্যবহার নিয়ে যে অভিযোগ বিরোধী দলগুলি করে থাকে তা সামলানো সুবিধার হবে। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিশ প্রশাসন যদি কোনও স্পর্শকাতর জায়গায় না নিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে তখন কোনও ব্যক্তি কিংবা সরাসরি রাজনৈতিক দলগুলিকে সরাসরি জেলার নির্বাচনী আধিকারিককেও অভিযোগ জানাতে পারবেন। সেই অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেবে কমিশন।
বলে রাখা প্রয়োজন, সাতদফায় বাংলায় লোকসভা নির্বাচন হবে। আগামী ১৯ এপ্রিল থেকে প্রথম দফার নির্বাচন শুরু হচ্ছে। নজিরবিহীন ভাবেই ১লা মার্চ বাংলায় ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যায়। এরপর ৭ তারিখ আরও ৫০কোম্পানি বাহিনী বাংলায় আসে। যারা গোটা রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছেন।

তবে প্রথম দফায় উত্তরবঙ্গের একাধিক আসনে ভোট রয়েছে। আর তা নিশ্চিত করতেই ১লা এপ্রিল আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর বাংলায় আসার কথা আছে। আর এই বাহিনী বাংলায় আসার আগেই বড় পদক্ষেপ কমিশনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *