বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেস পরিচালিত কৃষক সমিতির এক বিশাল সন্মেলন অনুষ্ঠিত হয়ে গেল শিলিগুড়িতে। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের একঝাক নেতৃত্ব।

উপস্থিত ছিলেন পূর্নেন্দু বোস, দোলা সেন এবং মলয় ঘটক। এছারাও উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং মেয়র গৌতম দেব। এদিন মলয় ঘটক এবং দোলা সেন দার্জিলিং জেলার কৃষক সমিতির আগামীদিনের কর্মসূচী নির্ধারন করেন। তারা জানান তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার রাজ্যে কৃষকদের জন্য নানান উন্নয়নমুখী প্রকল্পের চিন্তাভাবনা করছে। যা আগামীদিনে বাস্তবায়ন করা হবে। মলয় ঘটক এবং দোলা সেন দুজনেই আগামী লোকসভা নির্বাচনে বিজেপী যেভাবে দেশকে পরিচালিত করে চলেছে তার তীব্র নিন্দা করেন। এদিন দোলা সেন জানান বিজেপীর বিরুদ্ধে কথা বললেই তার শাস্তি অবধারিত,তাই কেজরীওয়াল এবং হেমন্ত সোরেন বর্তমানে জেলে। এটা কিছুই না একটা আতঙ্ক ছড়ানো। রাজ্যের তৃণমূল কৃষক সমিতির সম্পাদক হয়েছেন বিকাশ ঘোষ। তাকে নিয়েও আলোচনা সারেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে। আগামী দিনের কৃষান তৃণমূল কংগ্রেস এর কর্মসূচী কিভাবে তৈরী করা হবে সেটা নিয়েও আলোচনা সারেন শীর্ষ নেতৃত্ব। আগামীদিনে শিলিগুড়িতে এই ধরনের বড় সন্মেলন অনুষ্ঠিত হবে এটাও জানিয়ে দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *