বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দুটো টাউন এবং দার্জিলিং জেলার পরবর্তী কার্যসূচী নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেস দার্জীলিং জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ের অফিসে।
আজকের মুল বিষয় ছিল তৃণমূল কংগ্রেসের ভোটের আগে কর্মসূচী স্থির করা। এবং জেলার মুখ্য কিংবা নেপথ্যে কারা কারা থাকবে সেটা কাদের উপরে দায়িত্ব থাকবে সেটা নিয়েও এক আলোচনা সভা অনুষ্ঠিত হল আজকে। জেলার মহিলা সভাপতি সুস্মিতা বোস মৈত্র প্রত্যেক মহিলাদের নিয়ে আলোচনা করেন। এবং তিনি জানান আমাদের লক্ষ্য দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসকে সাফল্যের চুড়াতে নিয়ে আসা। তাই আজকে আমাদের বৈঠকে স্থির করা হল আমাদের আগামীদিনের কর্মসূচী নিয়ে। কারন ভোট আসতে আর এক মাস বাকি,তাই আর সময় নেই আমাদের কাজে নেমে পড়তে হবে। তাই আমি আমাদের সমস্ত কর্মীদের অনুরোধ করব তারা ময়দানে নেমে পড়েন।