বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কারও সন্তান থাকে বিদেশে। তাই বৃদ্ধ পিতা-মাতার খোঁজ নেওয়ার বালাই তাঁর নেই। কারও কারও সন্তান আবার দেশে থাকলেও ‘নানান ব্যস্ততার’ মধ্যে বাবা-মায়ের খোঁজখবর নেওয়াটা তাঁদের কাছে নিতান্তই ‘বাতুলতা’ মাত্র।

 

তাই এইসব সন্তানদের কাছে তাঁদের পিতা-মাতারা বাড়ির “পোষ্যদের” থেকেও মূল্যহীন। সেই কারণেই শিল্পীর গানের স্বরলিপিতে উঠে এসেছে বঞ্চিত পিতা-মাতার এই যন্ত্রণার কাহিনী। “ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার।” তাই বিভিন্ন জায়গায় এইসব যন্ত্রণা ক্লিষ্ট বৃদ্ধ-বৃদ্ধা মানুষদের নিয়ে গড়ে উঠেছে বৃদ্ধাশ্রম। হাওড়া জেলার আমতার এরকমই একটি বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে আগাম দোল উৎসবে মেতে উঠলেন বিশিষ্ট সমাজসেবী আনন্দ মুখোপাধ্যায় (পম্পা), বাগনান-১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সমীর সামন্ত, বাংলার বিশিষ্ট মহিলা ক্রিকেটার অনিন্দিতা চট্টোপাধ্যায় সহ অন্যান্য গুণীজনেরা। এদিনের অনুষ্ঠানে বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে রক্ত গোলাপ ও বস্ত্র তুলে দেন সমীর সামন্ত। তাঁদের মিষ্টিমুখ করান ক্রিকেটার অনিন্দিতা চট্টোপাধ্যায়। আনন্দ মুখোপাধ্যায়ের পক্ষ থেকে তাঁদের জন্য মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়। এদিন দোল উৎসব উপলক্ষে সংগীত ও নৃত্যের ও আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *