বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এনজেপি স্টেশনে অবৈধ দোকান সরাতে অভিযান শুরু করলো রেল।শুক্রবার স্টেশনের প্লাটফর্ম চত্বরে থাকা একাধিক দোকান ভেঙে দেওয়া হয়।দোকান উচ্ছেদ হয়ে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েছেন কয়েকশো ভেন্ডার।
শিলিগুড়ির এনজেপি স্টেশনকে সাজিয়ে তোলার পরিকল্পনা করেছে রেলদপ্তর।সেইমত শুরু হয়েছে কাজ।এনজেপি স্টেশনের প্লাটফর্ম চত্বরে থাকা দোকানগুলিকে সরিয়ে দেওয়ার নোটিশ জারি করে রেলদপ্তর।এরপরই দোকানগুলির ভবিষ্যৎ নিয়ে বহুদিন ধরেই জট ছিল।এই নিয়ে বহুবার আন্দোলন ও আদালতেও গিয়েছিলেন ভেন্ডাররা।তবে শেষ রক্ষা হল না।শেষঅবধি শুক্রবার সকালে আরপিএফ এবং জিআরপিএফ মিলে গোটা ষ্টেশনে নিরাপত্তার বলয় তৈরী করে দেয়। তার পরে শুরু হয় দোকান সরানোর কাজ। শুরু হয় উত্তেজনা। তারপরে অবশ্য কিছু হয় নি। নিরাপদেই কাজ শুরু হয়ে যায়।