বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ১৮ তম লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেল দেশজুড়ে। কমিশনের নিয়ম অনুযায়ী, শনিবাসরীয় বিকেল থেকেই বাংলাসহ দেশজুড়েই কার্যকর হয়েছে আদর্শ আচরণ বিধি (Model Code Of Conduct) । আর তা কার্যকর হতেই চরম প্রস্তুতি প্রশাসনস্তরে।


শহর থেকে শহরতলী সর্বত্র সরকারি প্রচারমূলক সমস্ত ব্যানার-হোর্ডিং খুলে ফেলার কাজ শুরু হল। আর সেই ছবিই ধরা পড়ল আমাদের ক্যামেরায়। ভোট ঘোষণার পরেই শনিবার বিকেলের পর থেকে বাঁকুড়া জেলাশাসকের দফতর ও ওই সংলগ্ন এলাকা থেকে সরকারি প্রচারমূলক সমস্ত ব্যানার-হোর্ডিং খুলে ফেলার কাজ শুরু হয়।

একেবারে দ্রুততার সঙ্গে অন্যান্য সরকারি দফতর, প্রতিষ্ঠান থেকেও এই ধরণের ব্যানার-হোর্ডিং খুলে ফেলা হবে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে। কার্যত একই ছবি জেলার অন্যান্য প্রান্তেও। এমনকি কলকাতাতেও সরকারি বিভিন্ন ব্যানার কালো কাপড় দিয়ে ঢেকে (Model Code Of Conduct) দেওয়ার কাজ শুরু হয়েছে বলে দেখা গিয়েছে।

অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর ততপরতাও এদিন চোখে পড়েছে। মার্চের শুরুতেও বাংলায় ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। এরপর ধাপে ধাপে আরও ৫০ কোম্পানি বাহিনীও বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে। মোতায়েন করা হয়েছে কলকাতাতেও। ভোট ঘোষণার পর শহর-শহরতলির বিভিন্ন অংশে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি নজরে এসেছে।
উল্লেখ্য, আগামী ১৬ জুন শেষ হচ্ছে চলতি লোকসভার মেয়াদ (Lok Sabha Election 2024) । ৯৭ কোটি ভোটার এবার ১৮ তম লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এবার সাত দফায় লোকসভায় ভোট। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট শুরু হচ্ছে, শেষ অর্থাৎ সপ্তম দফার ভোট ১ জুন। ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন।

শনিবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে এই কথা ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী আগামী ২৫ মে বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে (Lok Sabha Election 2024) ভোট। একই সঙ্গে নির্বাচন কমিশনের তরফে এদিন নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *