বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:রবিবারের সকাল। বাজারমুখি আম জনতা। এই সুযোগ হাতছাড়া করেননি বাঁকুড়ার বিজেপি প্রার্থী। সাত সকালে পৌঁছে গিয়েছিলেন তিনি সবজির বাজারে। বাঁকুড়ার ধলডাঙায় সবজির বাজারে প্রচার করলেন তিনি।

ষষ্ঠ দফায় বাঁকুড়ার দুই কেন্দ্রে ভোট, ফলে প্রচারে অনেকখানি সময় পাওয়া যাবে। বললেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার। রবিবার সকালে তিনি ধলডাঙ্গা মোড় পাইকারী সব্জী বাজারে নির্বাচনী প্রচার করেন।

এদিন সুভাষ সরকার আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘তাঁর কাছে দেশে চারটি জাতি-কৃষক, যুবক, মহিলা ও গরীব। আর সেকারণেই কৃষক সম্মাণ নিধি চালু হয়েছে বলে তিনি জানান। পাইকারী এই সব্জী বাজারে পৌঁছে বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার এদিন, উপস্থিত চাষীদের সাথে কথা বলেন। কৃষক সম্মাণ নিধি তাঁরা পাচ্ছেন কিনা সেবিষয়েও তাঁদের সঙ্গে কথা বলেন তিনি।

সুভাষ সরকারের সঙ্গে প্রচার কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল, প্রাক্তন সভাপতি বিবেকানন্দ পাত্র সহ অন্যান্যরা। বাঁকুড়া কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী করেনি অভিনেত্রী সায়ন্তিকাকে। এই নিয়ে অভিমানী অভিনেত্রী। প্রকাশ্যেই নিজের অভিমানের কথা প্রকাশ করেছেন। এই নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। অভিনেত্রী প্রকাশ্যে দাবি করেছিলেন তিনি নিেজর অভিনয় কেরিয়ারকে বাজি রেখেই একপ্রকার বাঁকুড়ার মাটি কামড়ে পড়েছিলেন।

এতো পরিশ্রমের পরেও দল তাঁর পরিশ্রমের কদর করেনি। এই নিয়ে অভিমানী সায়ন্তিকা। বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার শাসক দল প্রার্থী করেছে ভূমিপুত্র অরূপ চক্রবর্তীকে। ইতিমধ্যেই তিনি প্রচারের ময়দানে নেমে পড়েছে। প্রচারে কোনও রকম খামতি রাখতে চায় না শাসক দলও। গতবার সায়ন্তিকাকে প্রার্থী করায় বেশ চাপে পড়তে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *