বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শনিবার লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশিত হবে। কত দফায় কতদিন ধরে দেশেজুড়ে সাধারণ নির্বাচন চলবে বা কবে হবে ফল প্রকাশ? সবকিছুই চূড়ান্ত হয়ে যাবে আজ দুপুরে নির্বাচন কমিশনের ঘোষণার পর।
কিন্তু নির্বাচন কমিশনের সূচি প্রকাশের দিকে শুধু রাজনৈতিক দলগুলিই নয় একইসঙ্গে তালিকায় আছে বিসিসিআইও। কারণ লোকসভা ভোটের নির্ঘণ্টের সঙ্গেই জড়িয়ে আছে আইপিএলের ভাগ্যও।
ইতিমধ্যেই প্রথম ১৫ দিনের সূচি ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। বাকি সূচি লোকসভা ভোটের দিনক্ষণ দেখেই চূড়ান্ত করবে বিসিসিআই। দেশজুড়ে লোকসভা ভোটের আবহে আইপিএলের মতো মেগা ইভেন্ট আয়োজন করা একটু কঠিন। আইপিএল নিয়ে বিকল্প প্ল্যানও তৈরি রাখতে চাইছে বিসিসিআই। ২০২৪ সালের আইপিএলের বাকি পর্যায়ের ম্যাচগুলি হতে পারে বিদেশে।
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে আইপিএলের বাকি পর্যায়ের ম্যাচগুলি দুবাইতে হওয়ার সম্ভাবনা আছে। একটি সূত্র সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘শনিবার নির্বাচন কমিশন ভোটের সূচি ঘোষণা করবে তারপরই সিদ্ধান্ত হবে আইপিএলের বাকি ম্যাচগুলি দুবাইতে স্থানান্তরিত করা হবে কিনা? সম্প্রতি বোর্ডের কয়েকজন প্রতিনিধি দুবাইতে গিয়ে সবকিছু খতিয়ে দেখে এসেছেন।’
এর আগে বেশ কয়েকবার আইপিএল হয়েছে দুবাইয়ে। অতীতে ২০১৪ ও ২০০৯ সালে লোকসভা নির্বাচনের জন্য বিদেশে হয়েছে আইপিএল। কখনও পুরো টুর্নামেন্ট, কখনও বেশ কিছু ম্যাচ। আবার ২০০৯ সালে নির্বাচনের সময়ে পুরো আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। এবারও বোর্ড ঠিক করে রেখেছে, লোকসভা নির্বাচনের সময়ে যদি ম্যাচ আয়োজনে প্রশাসনিক সমস্যা হয়, তা হলে কিছু ম্যাচ বিদেশে আয়োজিত হবে।
লোকসভা ভোটের জন্য অতীতে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ দেশের বাইরে অনুষ্ঠিত হয়েছে। আবার ভোটের মাঝেই এদেশে আইপিএল অনুষ্ঠিত হওয়ার নজিরও রয়েছে। এবছর সাধারণ নির্বাচনের জন্য এদেশে নির্বিঘ্নে আইপিএল আয়োজন নিয়ে সংশয় দেখা দিয়েছিল। যদিও বিসিসিআই আগাগোড়া ভারতের মাটিতেই টুর্নামেন্ট আয়োজনে বদ্ধপরিকর ছিল।
চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২৪-এর উদ্বোধনী ম্যাচ। অর্থাৎ, শুরুতেই হোম ম্যাচে মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনিরা।ম্যাচে সম্মুখসমরে নামবে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
শুক্রবার আইপিএল শুরু হচ্ছে। তার পরে শনি এবং রবিবার, দু’দিনই ডাবল হেডার অর্থ্যাত দু’টি করে ম্যাচ রয়েছে। আইপিএলের শুরুতেই দর্শকদের কাছে ভরপুর বিনোদন উপহার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আইপিএলের তরফে। ২৩ মার্চ প্রথম ম্যাচটি হবে পঞ্জাব এবং দিল্লির। সেই ম্যাচ মোহালিতে। রাতের ম্যাচে খেলবে কলকাতা এবং হায়দরাবাদ। সেই ম্যাচ ইডেনে। অর্থাৎ আইপিএলের দ্বিতীয় দিনই নামবে কেকেআর।