বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভায় (Lok Sabha Election 2024) বাংলায় পাখির চোখ বিজেপির! ইতিমধ্যে পশ্চিমবঙ্গ থেকে ৩৫ টি আসনের টার্গেট সুকান্ত-শুভেন্দুকে বেঁধে দিয়ে গিয়েছেন অমিত শাহ।

যদিও প্রচারে এসে বাংলার ৪২ টি লোকসভা কেন্দ্রেই পদ্মফুল ফোটানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও ৩৫ টি আসনকে টার্গেট করেই ঘুঁটি সাজাচ্ছেন সুকান্ত-শুভেন্দু জুটি।

পালটা ময়দান ছাড়তে নারাজ শাসকদল তৃণমূল। ১০০ দিনের কাজের টাকা সহ একাধিক প্রকল্পের বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না। আর এই ইস্যুকে মাথায় রেখেই ভোট প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবার বাংলার ৪২ টি লোকসভা আসনে জোর টক্কর হবে বলে ইঙ্গিত ABP Cvoter Opinion Poll -এ।

দেশের একাধিক লোকসভা আসনকে মাথায় রেখে সমীক্ষা (Opinion Poll) চালায় ABP Cvoter। সমীক্ষা হয় রাজ্যের ৪২ লোকসভা আসনেও। আর তাতে স্পষ্ট ইঙ্গিত যে প্রত্যেক আসনেই এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে গত লোকসভা নির্বাচনের তুলনায় শাসকদল তৃণমূলের ফল কিছুটা হলেও ভালো হতে পারে বলে ইঙ্গিত ABP Cvoter এর সমীক্ষায়। ABP Cvoter Opinion Poll অনুযায়ী, রাজ্যের ৪২ টি আসনের মধ্যে এনডিএ অর্থাৎ বিজেপি ১৯ টি আসন পেতে পারে। তৃণমূলের কাছে যেতে পারে ২৩ টি আসন।

উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে বড় ধাক্কা খায় তৃণমূল। রাজ্যের ৪২ টি লোকসভা আসনের মধ্যে ১৮ টি আসন পায় বিজেপি। তৃণমূল পায় ২৪ টি আসন।

এবিপি নিউজ সি ভোটার ওপেনিয়ন পোল ( Opinion Poll) অনুসারে, পশ্চিমবঙ্গে তৃণমূল 42 শতাংশ, এনডিএ অর্থাৎ বিজেপি 41 শতাংশ এবং ইন্ডিয়া অ্যালায়েন্স 7 শতাংশ ভোট পেতে পারে। অর্থাৎ তৃণমূল এবং বিজেপির মধ্যে বাংলায় একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ইঙ্গিত ABP Cvoter এর সমীক্ষায়। যদিও এই সমীক্ষার ফলাফল চূড়ান্ত নয়। পরিস্থিতি প্রতি মুহূর্তে বদল ঘটছে। ফলে যে কোনও সময় খেলাও ঘুরে যেতে পারে বলে মত বিশ্লেষকদের।

বলে রাখা প্রয়োজন, এখনও ভোট ঘোষণা করেনি নির্বাচন কমিশন। শনিবার ভোট ঘোষণা হবে। সাত দফায় বাংলায় ভোট হতে পারে বলে ইঙ্গিত। তার আগে ABP Cvoter এর এই Opinion Poll এর ইঙ্গিত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *