মদনমোহন সামন্ত: কলকাতা, ৯ ফেব্রুয়ারি — যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ‘জুটা’র ডাকে শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয় অরবিন্দ ভবন থেকে এক বিশাল মিছিল আয়োজিত হয়। মিছিল অরবিন্দ ভবন থেকে যাদবপুর ক্যাম্পাসের চার নম্বর গেট হয়ে রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড ধরে যাদবপুর এইট বি বাস টার্মিনাস ঘুরে অরবিন্দ ভবনের গাড়ি বারান্দায় শেষ হয়।
জুটা সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থসারথী রায় জানান, স্মারকলিপিতে তাঁরা নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে সহ উপাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন। এর আগে একই দাবিতে তাঁরা ত্রিগুণা সেনের মূর্তির পাদদেশে অবস্থান করেছিলেন। দাবি আদায় না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন তাঁরা।
তাঁদের স্থায়ী উপাচার্যের দাবির সঙ্গে শিক্ষকদের প্রোমোশনের প্রক্রিয়া আটকে থাকা, এমনকি যেখানে আচার্যের নমিনি লাগবে না সেখানেও চালু নেই। দ্রুত এইসব প্রক্রিয়া চালু করতে হবে। শিক্ষকদের বেশ কিছু রুটিন পে-প্রোটেকশন আটকে আছে। সেগুলো অতি দ্রুত কার্যকরী করতে হবে। শিক্ষক বা অন্য কর্মচারীদের অবসরকালীন অর্থনৈতিক বিভিন্ন প্রাপ্য কোনমতেই বন্ধ করা যাবে না। দরকারে আগের মতো ওয়ার্কিং কমিটি করেই অনুমোদন দেওয়া হোক।
বিশ্ববিদ্যালয়ের বিধিবদ্ধ কমিটি যথা প্লানিং এন্ড ডেভলপমেন্ট কমিটি, স্টুডেন্টস ওয়েলফেয়ার বোর্ড ইত্যাদি অকার্যকর করে রেখে কাজ করা বেআইনী। বিশ্ববিদ্যালয়ের এই জাতীয় কমিটিগুলিকে সক্রিয় করে কাজ করার জন্য তাঁরা দাবি জানিয়েছেন যাতে করে দৈনন্দিন ব্যবস্থা সচল থাকে। বিভাগীয় প্রধান, ডিরেক্টর, ডিন সহ একাডেমিক পদগুলিতে নিয়ম ও পদ্ধতি মেনে ফ্যাকাল্টি মেম্বারদের রাখতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন একাডেমিক কাজ ব্যাহত হবে। গত বছর অক্টোবর মাসে কো-অপারেটিভ সোসাইটিগুলির নির্বাচনের অনুমতি দেওয়ার পরে অন্য বিশ্ববিদ্যালয়গুলিতে নির্বাচন হলেও কোনও এক অজ্ঞাত কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয় এমপ্লয়ীজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচন করা হচ্ছে না। তাঁরা উপাচার্যের কাছে পেশ করা স্মারকলিপিতে দাবি জানিয়েছেন, অতি দ্রুত এই নির্বাচনের ব্যবস্থা করা হোক।