বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শনিবার দোসরা মার্চ তাঁর নাম ঘোষণা করা হয়েছিল আসানসোলের বিজেপি প্রার্থী হিসেবে। নাম ঘোষণার পরে তিনিও খুশি চেপে রাখতে পারেননি।
কিন্তু পরের দিন অর্থাৎ রবিবার তেসরা মার্চ সেই পবন সিং ঘোষণা করেন, তিনি আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। সেই পবন সিং ইউটার্ন নিয়েছেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেছেন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পবন সিং নির্বাচনী লড়াইয়ে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য যে আসানসোল আসনে পবন সিংয়ের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী আরেক বিহারীবাবু শত্রুঘ্ন সিনহা। তিনি সেখানকার বর্তমান সাংসদও বটে।
আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করার পরে পবন সিং বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও দেখা করেছিলেন। বৈঠকের পরে তিনি বলেছিলেন, চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিলে তা সবাইকে জানাবেন। তিনি অন্য কোনও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা, সেই প্রশ্নের উত্তরে পবন সিং বলেছিলেন, যেটাই ঘটুক না করেন, তা ভাল হবে।
প্রসঙ্গত দোসরা মার্চ শনিবার পবন সিংয়ের নাম ঘোষণার পরেই আসানসোলের প্রাক্তন সাংসদ তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় থেকে শুরু করে অন্যরা তাঁকে বাঙালি বিদ্বেষী বলে প্রচার শুরু করেন। মিউজিক অ্যালবামের কভার পেজ পোস্ট করে লাগাতার আক্রমণ শানায় তৃণমূল। তাঁকে বহিরাগত বলেও আক্রমণ করা হয়।
এরপর পবন সিং নিজের এক্স হ্যান্ডেলে বলেন, তিনি বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। দল তাঁকে বিশ্বাস করেছিল এবং তাঁকে আসানসোল থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু কিছু কারণে তিনি আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
এর আগে দোসরা মার্চ শনিবার যখন বিজেপি আসানসোল আসনের জন্য পবন সিংয়ের নাম ঘোষণা করে, সেই সময় তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, আসানসোল থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী করার জন্য বিজেপির সবাইকে তিনি অভিনন্দন জানাচ্ছেন।
শনিবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পরে পবন সিং সংবাদ মাধ্যমকে বলেছিলেন, তাঁর জন্ম বাংলায়। তাঁর শরীরে সেখানকার জল ও লবণ রয়েছে। আসানসোলের মানুষের ভালবাসা তিনি পাবেন এবং জয়ী হবেন বলেও জানিয়েছিলেন।
পবন সিং একজন ভারতীয় প্লেব্যাক গায়ক। তিনি ভোজপুরি গান ললিপপ লাগেলুর জন্য পরিচিত। ভোজপুরি চলচ্চিত্রে কাজের জন্য তিনি আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন।