বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: কালীঘাটেই শুরু হয়ে গিয়েছে গৃহযুদ্ধ। প্রকাশ্যে তৃণমূল সুপ্রিমোর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী হয়ে উঠেছেন।
টিকিট না পেয়ে এবার নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার প্রেক্ষিতেই এবার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। যা রীতিমতো বিস্ফোরক বলা চলে।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। আমাদের পরিবারের ও কোনও মেম্বার বলে আমি মনে করি না। আমার ভাই হিসেবে আর পরিচয় দেবেন না’। সেই সঙ্গে তিনি বলেছেন আমি যে পরিবারতন্ত্রে বিশ্বাস করি না সেটার এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে।
দলের টিকিট না পেয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বা প্রসূণ বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে রয়েছেন তিনি। সেখান থেকেই তিনি প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। তারপরেই জল্পনা শুরু হয়েছিল তাহলে এবার কি বাবুন বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দেবেন। তবে সেই জল্পনা নেত্রীর ভাই িনজেই জল ঢেলে দিয়েছেন। তিনি বলেছেন বিজেপিতে তিনি যাচ্ছেন না। অন্য কারণে তিনি দিল্লিতে রয়েছেন। তবে দল টিকিট না দিলেও তিনি নির্দল হিসেবে প্রার্থী হবেন।
তারপরেই শিলিগুজড়িতে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় ভাইকে নিয়ে যে মন্তব্য করেছেন তা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। তিিন প্রকাশ্যেই বলেছেন,’ও আমাদের পরিবারের কোনও মেম্বার বলে মনে করি না। আমার ভাই হিসেবে আর পরিচয়ও দেবেন না।’
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, ‘আমার পরিবার বলে কিছু নেই, আমার পরিবার মা-মাটি-মানুষের পরিবার। আমার পরিবারে ৩২ জন মেম্বার রয়েছে। তারা কেউ এইরকম নয়। বড় হলে কারও লোভ একটু বেড়ে যায়। পরিবারকে বাদ দিয়ে যে যা খেলা খেলার খেলুক। ওকে আমি আমার পরিবারের সদস্য বলে মনে করি না।
িনজের ভাইয়ের বিরুদ্ধে প্রকাশ্যেই একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। প্রকাশ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ‘বাবুনের অনেক কাজই তিনি পছন্দ করছিলেন না। অন্যায় সহ্য করতে পারি না। কিন্তু সব সময় সব কথা মুখ ফুটে বলা যায় না। অনেকেই আছেন ভোট এলে সব টিকিট চায়। কাউন্সিলরের টিকিট চাই এমএলএ-র টিকিট চাই আবার এমপিরও টিকিট চাই। আমারই পরিবারের সবাই যদি টিকিট চায় তাহলে পরিবারতন্ত্র হয়ে যায়। আমি পরিবারতন্ত্র করি না মানুষতন্ত্র করি। ‘
রীতিমতো অভিযোগের সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,’ প্রত্যেক নির্বাচনেই বাবুন অশান্তি করে। যেখানে ইচ্ছে গিয়ে দাঁড়াক। তাঁর নাম পরিবারের সঙ্গে যেন না থাকে।’ এক কথা ভাই বেসুরো হতেই তাঁকে ছেঁটে ফেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেকে নির্দল প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন বাবুন বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোনও ভাবেই তিনি বিজেপিতে যোগ দেবেন না বলে জানিয়েছেন। যদিও পরবর্তীকালে তার অবস্থান কি হবে সেটা স্পষ্ট হবে।