বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরবোর্ড পানীয় জলের জন্য পাচ্ছে রাষ্ট্রপতি পুরষ্কার। আর এটা নিয়ে কটাক্ষ করেছে বিরোধী দলগুলি।
বিজেপী বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন এটা হয়ত সবচাইতে বেশী হাস্যকর খবর, পানীয় জলের জন্য শিলিগুড়ি পুরবোর্ড পেতে চলেছে রাষ্ট্রপতি পুরষ্কার। কেন কিভাবে এবং কোনপথে তারা এই পুরষ্কার পেতে চলেছে এটা আমরা কেউ জানি না। নাহলে আমরাই প্রথম সম্বর্ধনা দিলাম। যে পুরসভা বছরে তিনশো দিন জল ঠিকভাবে দিতে পারে না তারা পেতে চলেছে রাষ্ট্রপতি পুরষ্কার। পানীয় জলের সমস্যা সারা ভারতের যতগুলি শহর আছে তাদের মধ্যে শিলিগুড়ি অন্যতম। কোনভাবে চলছে এই পানীয় জল সরবরাহ। অথচ তারাই পেতে চলেছে রাষ্ট্রপতি পুরষ্কার। একেবারেই হাস্যকর এবং বিভ্রান্তমুলক খবর।এদিন শিলিগুড়ি পুরসভাতে বিরোধীরাও কটাক্ষ করে তৃণমূল পরিচালিত পুরবোর্ড এর রাষ্ট্রপতি পুরষ্কার পাওয়া নিয়ে। সিপিএম নেতা অশোক ভট্টাচার্য্য জানান, অন্য কোন কারনে পেলে বুঝতে পারতাম, তবে পানীয় জলের জন্য রাষ্ট্রপতি পুরষ্কার? আমি ভাবতেই পারছি না কিভাবে এটা হল।