বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গতকাল থেকেই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়া শুরু করেছে। মঙ্গলবার সকালের দিকে বেশ খানিকটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ।

আকাশের মেঘ আছে। তবে বেলা বাড়লে সেই মেঘ উধাও হয়ে ঝকঝকে রোদ উঠবে বলেই আবহাওয়া অফিসের পূর্বাভাস। হঠাৎ ক’দিন নুতন করে উত্তুরে বাতাস শুরু হওয়ায় কোয়েলের ডাক বন্ধ হয়েছিল। আবার সকালের দিকে অবিরাম কোয়েলের ডাক শুরু হয়েছে। বেশ মনোরম পরিবেশ।

চলতি সপ্তাহে ভিজতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) সমস্ত জেলা। এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather office)। বৃষ্টি হলেও এবার বেশ অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আপাতত দুদিন আকাশ পরিষ্কার থাকলেও দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে। বেলার দিকে বাড়বে গরম। বাংলা জুড়ে উত্তর-পশ্চিমের হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। বুধবার পর্যন্ত রাজ্যের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুকনো থাকবে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের অধিকাংশ জেলাউ। টানা দুদিন বৃষ্টি চলবে। এরপর শনিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বৃহস্পতিবারই বদলে যাবে আবহাওয়া। মার্চের শেষের দিকেই গরম চেপে বসবে ভালোভাবে বলেই আবহাওয়া দপ্তরের খবর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়।

উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বলেই মনে করা হচ্ছে। আপাতত শুষ্ক থাকবে আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুকনোই থাকবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। উত্তরবঙ্গে এখনো সামান্য শীতের আভাস আছে। তা এবার বিদায় নিয়ে গরম পড়তে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *