বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গতি বাড়ছে হাওড়া-দিল্লি রুটে! প্রতি ঘণ্টায় ১৬০ কিমি গতিতে যাতে এই রুটে ট্রেন ছুটতে সে লক্ষ্যেই চলছে কাজ। বাজেট অধিবেশনে এমনটাই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Rail Minister)। গত শীঘ্রই উদ্বোধন হতে পারে বন্দে ভারতের স্লিপার ভার্সনের।
দেশের যে রুটগুলিতে প্রথম এই ট্রেন চালানো হবে সেই তালিকায় রয়েছে হাওড়া-নয়া দিল্লি। সেখানে রেলমন্ত্রীর এহেন বার্তা খুবই গুরুত্বপূর্ণ। তবে শুধু বন্দে ভারত (Vande Bharat Train) নয়, হাওড়া-নয়া দিল্লি রুটে যাতে এই গতিতেই ট্রেন ছুটতে পারে সেজন্যেই এই ব্যবস্থা বলে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।
পাশাপাশি দিল্লি-মুম্বই রুটেও একই ভাবে ট্রেনের গতি বাড়ানোর উপর কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। অধিবেশনে সাংসদদের করা জবাবে অশ্বিনী বৈষ্ণব আরও বলেন, বর্তমানে দেশে ৮২ টি বন্দে ভারত (Vande Bharat Train) চলছে। আর সেই তালিকায় হাওড়া সহ একাধিক রাজ্য রয়েছে।
অন্যদিকে যাত্রী সাছন্দ্য এবং নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। বলে রাখা প্রয়োজন, এবার বিপুল বরাদ্দ করা হয়েছে ভারতীয় রেলের জন্যে। বরাদ্দ হয়েছে বাংলায় রেলের উন্নয়নের জন্যেও। রেলমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী এবার বাজেটে ১৩,৮১০ কোটি টাকা বাংলার জন্যে রেলে বরাদ্দ হয়েছে।
যা বিগত সরকারের তুলনায় অনেক বেশি বলে দাবি। বাংলাজুড়ে একাধিক উন্নয়নমূলক কাজ চলছে। প্রধানমন্ত্রী অমৃত ভারত প্রকল্পের আওতায় একাধিক স্টেশনের মান উন্নয়ন করা হচ্ছে। শুধু তাই নয়, হাওড়া থেকে দেশের একাধিক রাজ্যের মধ্যে চলছে বন্দে ভারত এক্সপ্রেস।
এমনকি মালদহ থেকে অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এবার বাংলার কপালে জুটতে চলেছে বন্দে ভারত স্লিপার। যা ঘন্টায় ১৬০ কিমি গতিতে ছুটতে পারে। আর সেই পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুতগতিতে চলেছে। আর তা স্পষ্ট রেলমন্ত্রীর কথাতেই।