বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ফের পারদ পতন। গত ৪৮ ঘন্টায় তাপমাত্রা কমল ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬-তে পৌঁছনোর পরে ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা একবার কমবে একবার বাড়বে।
আপাতত দিনের বেলায় শীত থাকবে না। রাত ও সকালের দিকে শীত থাকবে। ১৫ ফেব্রুয়ারির পরে তাপমাত্রা আর নিচের দিকে যাবে না বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। ধীরে ধীরে ওপরের দিকে যাবে। অর্থাৎ শীত বিদায়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বাংলা জুড়েই।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টিপাতের তেমন কোনও পূর্বাভাস নেই। তবে এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং মালদহের কোনও কোনও জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। বাকি সব জেলায় হাল্কা কুয়াশার সম্ভাবনা।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। তবে এই সময়ের মধ্যে জেলাগুলিতে হাল্কা কুয়াশা থাকতে পারে।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলির রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে। তবে তারপরের দুই দিন তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, সকালের দিকে কুয়াশা থাকলেও এবং পরের দিকে আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার যা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার যা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৫১ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টি হয়নি।