বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মহিলাদের প্রিমিয়ার লিগে দিল্লি ক্য়াপিটালস জেতা ম্যাচ উপহার দিল ইউপি ওয়ারিয়রজকে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইউপি জিতল ১ রানে। শেষ ওভারে জিততে দিল্লির দরকার ছিল ১০।

হাতে ছিল তিন উইকেট। প্রথম বলে ৬ ও দ্বিতীয় বলে ২ রান আসায় ৪ বলে ২ রান তুলতে হতো। কিন্তু পরের তিন বলে তিন উইকেট খুইয়ে ম্যাচ হেরে বসল দিল্লি ক্যাপিটালস ।

অবশ্য ১৯তম ওভারে দীপ্তি শর্মার বোলিংও চাপ বাড়িয়েছিল ক্যাপিটালসের উপর। ১৮ ওভারের শেষে দিল্লির জেতার জন্য প্রয়োজন ছিল ১২ বলে ১৫ রান, হাতে ছয় উইকেট। কিন্তু ১৯তম ওভারের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ বলে তিনটি উইকেট তুলে নেন দীপ্তি।

এই ওভারের প্রথম ২ বলে দুটি উইকেট নেওয়ায় ইসি ওংয়ের পর WPL ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক পূর্ণ করলেন দীপ্তি। কেন না, নিজের আগের ওভারের শেষ বলে তিনি আউট করেন মেগ ল্যানিংকে। সেটা জানলেন অবশ্য ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে। ব্যাট হাতেও এদিন দুরন্ত পারফরম্যান্স দীপ্তির। চলতি উইমেন্স প্রিমিয়ার লিগে তিনি টানা দুটি অর্ধশতরান করলেন।

টস জিতে ব্যাট করতে নেমে ইউপি ওয়ারিয়রজ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলেছিল। তিনে নেমে ৬টি চার ও একটি ছয়ের সৌজন্যে দীপ্তি শর্মা ৪৮ বলে সর্বাধিক ৫৯ রান করেন। অধিনায়ক অ্যালিসা হিলি ২৯ ও গ্রেস হ্যারিস করেন ১৪ রান। বাংলার তিতাস সাধু ৩ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন।
রাধা যাদব ২টি উইকেট দখল করেন ৩ ওভারে ১৬ রান খরচ করে। শিখা পাণ্ডে, অরুন্ধতী রেড্ডি, জেস জোনাসেন ও অ্যালিস ক্যাপসি নেন একটি করে উইকেট। ১৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭.১ ওভারে ১১২ রানে দিল্লি ক্যাপিটালসের চতুর্থ উইকেট পড়েছিল। সেখান থেকে ১৯.৫ ওভারে ১৩৭-এ অল আউট। তাও শেষ ৬ উইকেট পড়ল ১১ বলের মধ্যে।

মেগ ল্যানিং ১২টি চারের সাহায্যে ৪৬ বলে ৬০ রান করলেন। শেফালি ভার্মা ও ক্যাপসি দুজনেই করেন ১৫, জেমাইমা রডরিগেজ ১৭, জোনাসেন ১১। দীপ্তি ৪ ওভারে ১৯ রান খরচ করে চারটি উইকেট নিলেন। তাঁর ১৯তম ওভারে বল করতে যাওয়াই ম্যাচের টার্নিং পয়েন্ট। সাইমা ঠাকোর ও গ্রেস হ্যারিস ২টি করে উইকেট নেন। সোফি এক্লেস্টোন পেলেন ১টি উইকেট।

এই ম্যাচ হেরে যাওয়ায় ৮ পয়েন্টেই দাঁড়িয়ে থাকল দিল্লি ক্যাপিটালস। ৬টি ম্যাচ খেলে এখনও তারাই পয়েন্ট তালিকার শীর্ষে। ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ইউপি চতুর্থ স্থানেই রইল। ৬ ম্যাচে ৮ পয়েন্ট করে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। নেট রান রেটের সুবাদে শীর্ষে দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *