বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তৃণমূল নেতৃত্বকে বিঁধলেন দিলীপ ঘোষ। রাজ্য সরকার সম্পর্কেও কটাক্ষ করলেন খড়্গপুরের সাংসদ। ডিএ প্রসঙ্গ নিয়ে কটাক্ষ করেছেন তিনি। তৃণমূল পার্টির লোকদের পুষতে পয়সা চলে যাচ্ছে। রাজ্য সরকার ডিএ দেবে কী করে?
শুক্রবার সকালে প্রাতভ্রমণে ইকো পার্ক গিয়েছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সামনে তিনি মতামত দেন। সন্দেশখালি প্রসঙ্গে তৃণমূলকে খোঁচা দিয়েছেন তিনি। টিএমসিতে এখন মরা বাঁচার লড়াই হচ্ছে। কটাক্ষ দিলীপের।
সন্দেশখালিতে কিছু লুকনোর মতো আছে। তাই বারবার চেষ্টা হচ্ছে। বড় অপরাধী। তাকে বারবার বাঁচানোর চেষ্টা করছে, পারেনি। তারপর সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছে। সেখানে থাপ্পড় খেয়েছে। যে অপরাধ করেছে, আর এ ধরনের নেতাদের দিয়ে পার্টি চলছে। তারা যদি ধরা পড়ে চলে যায়, পার্টিটা উঠে যাবে। এমনই চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ।
শেখ শাহজাহানের বাড়িতে সিবিআই তদন্তের জন্য গিয়েছে। সেই বিষয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেছেন। ১৩ কোটি টাকা মাত্র বাজেয়াপ্ত হয়েছে। শ কোটি টাকা আছে, যেখানে ইনভেস্ট আছে। কলকাতার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে ইনভেস্ট করেছে। জমি জায়গা বাড়ি ভেড়ি এই সব কিনে রেখেছে। যত তদন্ত এগোবে, সব বেরোবে। ওদের লোকই বলে দেবে।
টিএমসিতে এখন মরা বাঁচার লড়াই হয়ে গিয়েছে। সন্দেশখালি এবং শাহজাহানকে বাঁচাবার কাজ চলছে। সেখানে যা হয়েছে, সাধারণ মানুষকে চোখের আড়ালে রাখতে হবে। মিডিয়ার মাধ্যমে লোক তো জেনে যাচ্ছে। দেশ জেনে গিয়েছে। প্রধানমন্ত্রী অবধি চলে এসেছে। এভাবে আর কদিন আটকে রাখবে?
ডিএ প্রসঙ্গেও রাজ্য সরকারকে খোঁচা দিলেন দিলীপ ঘোষ। কেন্দ্র কর্মচারীদেরকে যা দেওয়া উচিত সুবিধা দিচ্ছে। সাধারণ মানুষ তারাও যাতে উপকৃত হয় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। পশ্চিম বাংলায় খালি প্রতিশ্রুতি দেওয়া হয়। ঘোষণা হয়ে যায়। তবে কবে পাবে, তা কেউ জানে না। যেহেতু করতে হবে, দেখাতে তাই বলা হচ্ছে। এদিকে ‘ভাড়ে মা ভবানী’। পার্টির লোকের পকেটে পয়সা চলে যাচ্ছে। কর্মচারীদের কী করে দেবে!