বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ধরমশালা টেস্টের প্রথম দিনের শেষেই রোহিত শর্মা এবং শুভমান গি বুঝিয়ে দিয়েছিলেন, ইংরেজ বোলারদের দাপটের সঙ্গে শাসন করাটাই তাঁদের লক্ষ্য।
দ্বিতীয় দিন সকালে সেটা যেন আরও স্পষ্ট করে দিলেন ভারতীয় জুটি। দুই ব্যাটসম্যানই শতরান করে ইংল্যান্ডের উপর চাপ বাড়ালেন।১৬২ বলে ১০৩ রানে আউট হলেন ভারত অধিনায়ক। ১৩টি চার এবং তিনটি ছক্কা মেরেছেন রোহিত।
রোহিতের কেরিয়ারের এটি ১২ নম্বর টেস্ট সেঞ্চুরি। অধিনায়ক হিসাবে চতুর্থ। এবং চলতি সিরিজের দ্বিতীয়। আন্তর্জাতিক ক্রিকেটে এটি রোহিতের ৪৮ তম সেঞ্চুরি। এই শতরানের সঙ্গেই বেশ কিছু রেকর্ডও গড়লেন রোহিত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শতরানের নিরিখে অস্ট্রেলিয়ার স্মিথের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রোহিত।৫৪ ইনিংসে ৯টি শতরান এবং সাতটি অর্ধশতরান রয়েছে তাঁর। স্টিভ স্মিথও ৯টি শতরান করেছেন।
শতরানের নিরিখে কোচ রাহুল দ্রাবিড়কে ছুঁয়ে ফেললেন ভারত অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৮টি শতরান হয়ে গেল রোহিতের। সেঞ্চুরির নিরিখে রোহিতের উপরে রয়েছেন শুধু বিরাট কোহলি এবং সচিন তেন্ডুলকর। এছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে শতরানের নিরিখে সুনীল গাভাসকরের রেকর্ড স্পর্শ করলেন। ভারতীয় হিসাবে উভয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি করে শতরান করেছেন।
এখানেই শেষ নয় ওপেনার হিসাবে শতরানের নিরিখে শীর্ষে রোহিত শর্মা। ক্রিস গেইলের ৪২টি শতরানের নজির ভাঙলেন ওপেনার রোহিত। ওপেনার হিসাবে হিটম্যানের সেঞ্চুরি সংখ্যা ৪৩। রানে নিরিখে ডেভিড ওয়ার্নারকে টপকে গেলেন রোহিত। আর্ন্তজাতিক ক্রিকেটে ওয়ার্নারের রান ১৮৮১৭, রোহিতের বর্তমানে রান ১৮৮২০।
তবে শতরান করার পর বেশিক্ষণ উইকেটে স্থায়ী হতে পারলেন না। স্টোকসের বলে ১০৩ রানে আউট হলেন। ১২৮ দিন পর বল করতে নেমেই সফল হলেন ইংল্যান্ড অধিনায়ক। হাঁটুতে চোট ছিল ইংল্যান্ডের অধিনা য়কের। শেষ বার বল করেছিলেন লর্ডসে। গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল করার পর আর টেস্টে বল করতে দেখা যায়নি বেন স্টোকসকে।
মাঝের সময়টা ব্যাট করলেও বল করতে পারছিলেন না তিনি। শুক্রবার দলের চার বোলার বার বার ব্যর্থ হওয়ার পর শেষ পর্যন্ত বাধ্য হয়েই বল হাতে তুলে নেন অধিনায়ক স্টোকস। আর প্রথম বলেই বোল্ড করেন রোহিতকে।
ধরমশালায় প্রথম ইনিংসে ২১৮ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড। ভারতীয় ব্যাটাররা দ্বিতীয় দিনে লাঞ্চের আগেই সেই রান টপকে গিয়েছেন। এবার ভারতের লক্ষ্য বড় রান করে ইংল্যান্ডকে চাপে ফেলা।