বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ফের একবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এনিয়ে পরপর ষষ্ঠবার। প্রসঙ্গত, বর্তমান রেপো রেট ৬.৫ শতাংশ। এদিন আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, ভারতের অর্থনীতি স্থিতিশীল। এই সিদ্ধান্ত ব্যাপকভাবে অর্থনীতিবিদদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
রেপো রেট পরপর ষষ্ঠবারের মতো অপরিবর্তিত রাখার পাশাপাশি ছয় সদস্যের মুদ্রানীতি কমিটি সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আরবিআই গভর্নর বলেছেন, বিকশিত সামষ্টিক অর্থনীতি এবং আর্থিক উন্নয়ন ও দৃষ্টিভঙ্গির বিশদ মূল্যায়নের পরে মুদ্রানীতি কমিটি ৫-১ সংখ্যাগরিষ্ঠতায় নীতিগত হার ৬.৫ শতাংশে অপরিবর্তত রাখতে সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেছেন, স্থায়ী আমানত সুবিধা (এসডিএফ) হার দাঁড়িয়েছে ৬.২৫ শতাংশ এবং প্রান্তিক স্থায়ী সুবিধা (এমএসএফ) হার এবং ব্যাঙ্ক রেট ৬.৭৫ শতাংশে দাড়িয়েছে।
রেপোরেটের ওপরে ভিত্তি করেই আরবিআই ব্যাঙ্কগুলিতে ধার দিয়ে থাকে। শেষবার ২০২৩-এর ফেব্রুয়ারিতে রেপোরেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল। এরপর এপ্রিল, জুন, অগাস্ট, অক্টোবর ও ডিসেম্বরে তা অপরিবর্তিত রাখে আরবিআই। এবারও তা অপরিবর্তিত রাখা হল।
আর্থিক সংস্থা থেকে অর্থনীতিবিদদের অনেকেই রেপোরেট অপরিবর্তিত রাখার কথা আগে থেকেই বলেছিলেন। মূল হার অপরিবর্তির রাখার পিছনে যুক্তি ব্যাখ্যা করে আরবিআই গভর্নর বলেছেন, অভ্যন্তরীণ অর্থনৈতিক কার্যকলাপ, ক্রমবর্ধমান শিরোনাম মুদ্রাস্ফীতি এবং পণ্যের দাম কম হওয়ার কথা উল্লেখ করেছেন।
তিনি আরও বলেছেন, পরবর্তী আর্থিক বছরের জন্য মুদ্রাস্ফীতি ৪.৫ শতাংশ অনুমানা করা হয়েছে। এক্ষেত্রে প্রথম ত্রৈমাসিকে ৫ শতাংশ, দ্বিতীয় ত্রৈমাসিকে ৪ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে ৪.৬ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে ৪.৭ শতাংশ হতে পারে। এছাড়াও আরবিআই অনুমান করছে ২০২৪-২৫ আর্থিক বর্ষে ভারতের অর্থনীতিতে ডিডিপি বৃদ্ধির হার সাত শতাংশ থাকবে।