বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বাজেট অধিবেশন শেষ হওয়ার আগেই দেশের আর্থিক বৃদ্ধি নিয়ে বার্তা দিল রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআইয়ের মনিটারি পলিসি বৈঠকের পর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জািনয়েছেন ২০২৫ অর্থবর্ষে দেশের জিডিপি গ্রোথ ৭ শতাংশ থাকবে। সেই সঙ্গে তিনি ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের মূল লক্ষ্য কিন্তু মু্দ্রাস্ফীতির মোকাবিলা করা।
মোদী সরকারের অন্তর্বর্তী বাজেট পেশের পর প্রথম বৈঠক করল রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি। তার পরে সাংবাদিক বৈঠক করেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। এবারেও রেপোরেট অপরিবর্তিত রাখার কথাই ঘোষণা করেছেন তিনি। গত বছরে বেশ কয়েকবার রেপোরেট পরিবর্তন করা হয়েছিল। কিন্ত গত তিনবার রেপোরেটের কোও পরবির্তন ঘটায়নি রিজার্ভ ব্যাঙ্ক। ৬.৫ শতাংশই রাখা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের রেপোরেট।
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেই রোপোরেট অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। তবে এদিন সাংবাদিক বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন এবারও রিজার্ভ ব্যাঙ্কের টার্গেট হল মুদ্রাস্ফীতির মোকাবিলা করা। যদিও অন্তর্বর্তী বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দাবি করেছিলেন যে মোদী সরকার সাফল্যের সঙ্গে মুদ্রাস্ফীতির মোকাবিলা করেছে।
এদিন সাংবাদিক বৈঠকে ২০২৫ অর্থবর্ষের সম্ভাব্য জিডিপি গ্রোথ নিয়েও বার্তা দিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তিনি জানিেয়ছেন রিজার্ভ ব্যাঙ্কে ২০২৫ অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধি ৭ শতাংশ ধরেছে। তিনি জানিয়েছেন ২০২৪-২৫ অর্থবর্ষে যে আর্থিক ঘাটতি রয়েছে সেটা আয়ত্বের মধ্যে রয়েছে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন ২০২৪ অর্থবর্ষে মুদ্রাস্ফীতির হার ৫.৪ শতাংশই থাকবে।
প্রসঙ্গত উল্লেখ্য অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছিলেন তৃতীয় মোদী সরকার এলে ভারত দ্বিতীয় অর্থনীতির দেশে পরিণত হবে। মোদী সরকার যেভাবে দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা করেছে তা এর আগে কোনও সরকার মোকাবিলা করতে পারেনি বলে দাবি করেছেন তিনি।
যদিও অর্থনীতিবিদরা মনে করছেন নতুন সরকার গঠনের পর রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট নিয়ে অন্য সিদ্ধান্ত নিতে পারে। কারণ মুদ্রাস্ফীতি নিয়ে মোদী সরকার যে দাবি করেছে বাস্তবে সেটা ঘটছে না। সবজিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। মধ্যবিত্তের আয়ত্তের বাইরে চলে গিয়েছে পরিস্থিতি। কাজেই ভোটের পরে দেশের অর্থনীতির আলাদা চেহারা প্রকাশ্যে আসতে পারে। তবে রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি দাবি করেছে দেশের অর্থনীতি এখন যথেষ্ট স্থিতিশীল রয়েছে।