বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: যুদ্ধ চলাকালীন পাকিস্তানের আটক হয়েছিলেন হুগলি জেলার রিষড়ার সেনা জওয়ান পূর্ণম কুমার সাউ। তারপর থেকে চিন্তায় ঘুম কেড়ে নিয়েছিলো সাউ পরিবারে ,তার পর থেকে অনেক জল গড়িয়েছে।
রিষড়া পূর্ণম কুমার সাউয়ের বাড়িতে গেছিলেন সেনা জওয়ানের আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন ।
এলাকার পৌর প্রধান ,বিধায়ক, সংসদ থেকে অনেকেই এমনকি মুখ্যমন্ত্রী ফোন করে পূর্ণম কুমারের স্ত্রীর সঙ্গে কথা বলেছেন এমনকি পূর্ণম কুমারের স্ত্রী দিল্লী পর্যন্ত গেছিলেন অবশেষে বাইশ দিন পর খুশি সাউ পরিবারের মধ্যে।আজ সকাল সাড়ে দশটায় পূর্ণম কুমার সাউ এর মুক্তি হওয়ার পর চলে মিষ্টি মুখ বাড়িতে এসে উপস্থিত হন আত্মীয়-স্বজন থেকে এলাকার সমস্ত মানুষ।
হুগলির রিষড়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট