বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডে চুঁচুড়ার প্রিয়নগর দক্ষিণে রীতিমতো শোরগোল পড়ে গেছে। গতকাল রাতে স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত উজ্জ্বল নন্দীকে, যিনি মৃতার দ্বিতীয় পক্ষের স্বামী।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ কর্মকর্তারা। তদন্তে নেমে পুলিশ রাতেই অভিযুক্তকে আটক করে। আজ চুঁচুড়া থানার পক্ষ থেকে উজ্জ্বল নন্দীকে আদালতে তোলা হয়েছে।
এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে সঠিক কারণ কী, তা জানার চেষ্টা করছে পুলিশ। তদন্তের অগ্রগতিতে উঠে আসতে পারে খুনের মূল প্রেক্ষাপট। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে।