বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দেবব্রত শেঠ, বাড়ি : হাওড়া জেলার বালিতে, প্রাপ্ত নম্বর 493 out of 500… 98.6%… HMEC হিন্দ মটোর স্কুলের টপার,।
হাওড়া জেলায় টপার, পশ্চিমবাংলায় পঞ্চম এবং সারা ভারতবর্ষে অষ্টম স্থান অধিকার করেছে।
এই পড়াশোনার সাথে সাথে দেবব্রত সমানভাবে ফুটবল ও অসাধারণ খেলে, ওর দাদু মোহনবাগান ও বেঙ্গল খেলেছে, ওর বাবা ফুটবল কোচ, দেবব্রত এখন হাওড়া শিবপুরের হয়ে CFL 4th.ডিভিশন খেলছে।