বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শিলিগুড়ি হর্টিকালচারাল সোসাইটির উদ্যোগে আয়োজিত ৪১ তম পুষ্প প্রদর্শনী মেলার শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু হওয়া এই পুষ্প প্রদর্শনীর উদ্বোধন করে মেয়র গৌতম দেব জানালেন, মানুষের মন ভালো রাখতে ফুলের কোন জুড়ি হয় না।
যারা ফুল ভালোবাসে তাদের মন ভালো হয়। আমিও প্রচন্ড ফুল ভালোবাসি, এবং আমার বাড়ির ছাদেও ফুলের বাগান আছে। যার পরিচর্যা আমি করি। তাই এই পুষ্প প্রদর্শনীতে আমার উদ্বোধন করা আমার কাছে একটা স্মরণীয় ব্যাপার হয়ে থাকলো, যদিও প্রতিবছরই আমি আসি আমার ভালো লাগে উদ্বোধন করতে। এবারের পুষ্প প্রদর্শনী দেখে মনে হলো যথেষ্ট আকর্ষণীয় হবে, আর আমি জেনেছি মানুষের পুষ্প প্রদর্শনী দেখতে সারা ভালই থাকে। তাই সবাইকে আহ্বান করলাম , সবাই আসুন ফুলের মেলা দেখে যান। আর কিছু ভালো হোক না হোক আপনার মন ভালো হয়ে যাবে, জানালেন মেয়র গৌতম দেব।