এ যেন এক উল্টো পুরান। শিলিগুড়িতে প্রেমিককে হুমকি দিয়ে পোস্টার লাগালো প্রেমিকা। ” রোহন” নামকরা সেই প্রেমিককে হুমকি দিয়ে তার প্রেমিকা জানিয়েছে তোমার সব ছবি আমি পাঠিয়ে দেবো।
পোস্টার একটা কিউ আর কোড আছে, সেটা স্ক্যান করলে দেখা যাবে সবকিছু। শিলিগুড়ির কলেজ পাড়া এবং সুভাষ পল্লীতে এই পোস্টার রীতিমত সোরো গোল ফেলে দিয়েছে চারিদিকে। কবে পড়লো এই পোস্টার? আসল ঘটনা কি আছে ? তা নিয়ে রীতিমতো আলোড়ন পড়ে গেছে। প্রেমিকার নাম কি? জানা গেছে , ওই মেয়েটির বাড়ি ভারত নগরে , তার নাম রঞ্জনা, সেই এই কাণ্ড করেছে। কিন্তু এর পিছনে আসল ঘটনা কি আছে? জানা গেছে মাস নয় ধরে একসাথে ঘোরাফেরা এবং প্রেমের পরে ছেলেটি হঠাৎ করে, বাইরে চলে যায়, ওই মেয়েটি অনেক যোগাযোগ করেও খুঁজে পাইনি। অথবা যোগাযোগ করে উঠতে পারেনি, তাই হতাশ হয়েই সে এই কান্ড ঘটিয়েছে বলে জানা গেছে। আরো জানা গেছে ছেলেটি এখন বাইরে থাকে, আগে শিলিগুড়িতে সে আসতে পারছে না, কিন্তু সবার প্রশ্ন একটাই এই কথা সে কেন জানাচ্ছে না? কোন যোগাযোগ সূত্র না পেয়ে একেবারে হতাশ হয়ে সেই মেয়েটি এই কান্ড ঘটিয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে ঠিক কত জায়গায় আছে এই ধরনের পোস্টার? সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে শিলিগুড়িতে বিশেষ করে এই ভ্যালেন্টাইন ডে এর দিনে রীতিমত কিউআর কোড দিয়ে এই ধরনের হুমকি রীতি মতন নাড়িয়ে দিয়েছে সকলকে।