বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ি বিন্দাচল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্কে আয়োজন করা হলো পুল ওয়ামা দিবস আর শিলিগুড়ির বাঘা যতীন পার্কে, শহীদদের স্মৃতিতে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠান। এই দিনটিকে স্মরণ করে বহু সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জানা গাছে শিলিগুড়ির প্রায় আড়াই শো বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিতে চলেছে এই ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আগের তরফ থেকে বলা হয়েছে , প্রতিবছর এই দিনটাকে স্মরণ করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। যারা যারা কোন সাহায্য করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে , সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। আগামী বছর আমাদের আরো বড় করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে বলে জানানো হয়েছে।