বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: দার্জিলিঙে একটি অনুষ্ঠানে যোগ দিতে বাগডোগরা বিমানবন্দরে রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ বাগডোগরা বিমানবন্দরে রাজ্যপাল জানালেন , আজকের দিন আসলে আমার শহীদের কথা মনে পড়ে।
তারা যেভাবে এই পৃথিবী থেকে চলে গেলেন, সাধারণ মানুষ হয়ে এই জিনিসটা একেবারে বিশ্বাসযোগ্য নয়। সবাই ভালো থাকবেন , আর শহীদদের মনে করবেন। বর্ষা এবং শীতের সময় ওরা সীমান্ত আগলে রেখে আমাদের রক্ষা করে। দার্জিলিং এর বাতাসিয়া লুপে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন রাজ্যপাল।তিনি আরো জানালেন আমাদের দেশ আমাদের সবার কাছে গর্ব। আর যারা এই দেশের জন্য নিজেদের জীবন দিয়েছেন, তাদের কথা মনে পড়লেই আমার গর্বে বুক ভরে ওঠে। আজকের “পুলওয়ামা দিবস ” আমাদের সবার মনে থাকা উচিত, বলে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।