বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ি বাঘাযতীন পার্ক এলাকায় আজ সকালে ষাঁড়ের আক্রমণ । জখম হলেন গুরুতরভাবে একজন। বেশ কয়েকদিন ধরেই শিলিগুড়ির বিভিন্ন এলাকায়, ষাড় এর উপদ্রব বেড়েছে।
শিলিগুড়ি সব জায়গায় ঘটনা ঘটছে। দিনের পর দিন, ষাড় সকাল থেকে সন্ধ্যা রাস্তার মাঝখানে ঘুড়ছে। এদিনও এক পথচারীকে আঘাত করে ষার টি। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। এলাকার মানুষজনের অভিযোগ, দিনের পর দিন কুকুরের অত্যাচার থেকেই বাঁচা যায় না, উপরন্ত এই জীব রাস্তা দিয়ে চলায় দায় হয়ে পড়েছে। এর উপরে যানবাহন, বয়স্ক বাচ্চাদের সন্ধ্যার পরে রাস্তায় বেড়নায় মুশকিল। কিভাবে কি করা যাবে এতদিনে প্রশাসন তা ঠিক করতে পারেনি। এটা নিয়েও সমস্যায় আছি আমরা। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ব্যবস্থা করা হচ্ছে। কারণ কুকুর আর সার সম্পূর্ণভাবে আলাদা। ভাই আলাদা আলাদাভাবে ব্যবস্থা করা হচ্ছে। কিভাবে কি করা যাবে আপাতত এটা কর্পোরেশন বুঝুক। শিলিগুড়ি সবকটি রাস্তায় একেবারে চলা দাই হয়ে পড়েছে সাধারণ মানুষের। অসতর্ক হলেই গুতো খেতে হবে। তবে মানুষ বুঝতে পেরেছেন, খাবার না পেয়ে মাথা গরম হয়ে যায় এই জিবগুলির। তারপরে এই দুর্ঘটনা ঘটায়।