বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন আজকে, আটকে শিলিগুড়ি ভক্তিনগর থানার তরফ থেকে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো জলের বোতল , পেন এবং চকলেট। আজ সকালে শিলিগুড়ি ভক্তিনগর থানার তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।
জানা গেছে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, ছাত্র-ছাত্রীরা যাতে কোন ধরনের সমস্যার মধ্যে না পড়েন সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিন সকালে ছাত্র-ছাত্রীদের হাতে , যখন তারা ঢুকছেন তাদের হাতে জল এবং পেন দিয়ে শুভেচ্ছা করা হয়। ছাত্র-ছাত্রীরা জানান কারা শুভেচ্ছা পেয়ে আনন্দিত, প্রথম দিনের পরীক্ষা তো তাই তারাও একটু উদ্বেগের মধ্যেও কাটাচ্ছিলেন। এখন তারা ঠিক আছেন , পুলিশ কাকুদের আমরাও শুভেচ্ছা জানাই, এবং ধন্যবাদ জানাই জানান ছাত্রছাত্রীরা। তাদের অভিভাবকেরাও জানান তারাও খুশি , এই ধরনের অভিবাসন পেয়ে তারাও যথেষ্ট আনন্দিত। তারাও চিন্তার মধ্যে ছিলেন , তাদের ছেলেমেয়েদের জীবনে প্রথম বড় পরীক্ষা। তবে এখন তারা অনেকটা নিশ্চিত , জানালেন তারা।