বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:একের পর এক বিল্ডিং ভাঙছে, ঘরছাড়া হচ্ছেন মানুষ। এর জন্য দায়ী তৃণমূল নিজেই। সাংবাদিকদের এভাবেই জানালেন বিধায়ক সংকর ঘোষ।
তিনি আরো জানালেন আমাদের দরকার এমন একটা সরকার যারা নিজেরাই পারবে সবকিছু তৈরি করছে। তৃণমূল টাকা খেয়ে সবকিছু করছে। সোনার বাংলা করতে গিয়ে বাংলার মান-সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতারা আর যাই বলুক না কেন বড় বড় কথা বলতে পারে। ওদের কথার জন্য মানুষ ভুলে গেলে, সেটাই বড় ভুল। একদিন বিধায়ক শংকর ঘোষ তাই করেন তৃণমূল কংগ্রেসকে। তিনি আরো জানান দুর্নীতিতে ছেয়ে গেছে তৃণমূল কংগ্রেস। এদের রক্ষা করা যাবে না, এরা বাংলাকেও বাঁচাতে পারবে না। তৃণমূল কংগ্রেসের নেতারা সব টাকা খেয়ে বসে আছেন। তাই এইভাবে আমরা বাংলাকে চলতে দিতে পারি না, কাল দিল্লির মানুষ বুঝেছেন আলামিন দিনে বাংলা বুঝতে পারবে। বিধায় শংকর ঘোষ সেদিন আরো জানালেন সোনার বাংলা এখন আর নেই। বাংলা মানুষকে বঞ্চিত করা হয়েছে বঞ্চনা করা হয়েছে, আরে জবাব মানুষ দেবে ২০২৬ এ। এটা শুধু সময়ের অপেক্ষা জানালেন বিধায়ক শংকর ঘোষ।