বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শিলিগুড়ি বাণিজ্য মহাবিদ্যালয়ের বি বি এ বিভাগের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতমদেব। আজ সকালে তিনি এই বিভাগের উদ্বোধন করে জানালেন, কমার্স কলেজের উন্নয়নের জন্য বিবিএ দরকার ছিল।
শিলিগুড়ি পৌরসভা সব সময় ছাত্র-ছাত্রীদের পাশে আছে। এখান থেকেও ছাত্রছাত্রীরা পড়াশোনা করে ভালো জায়গায় যাক এটাই আমরা আশা রাখি। যারা যারা ভর্তি হবে তারাও এখান থেকে ভালো ভবিষ্যৎ তৈরি করে এগিয়ে যেতে পারবেন। আমাদের তরফ থেকে , মানে শিলিগুড়ি পৌরসভা থেকে ছাত্র-ছাত্রীদের জন্য যতটুকু করতে পারা যায় সেটাই করছি। উন্নত হবে, আমাদের এই ভবিষ্যৎ। এতোটুকু আশা রাখি, উপস্থিত ছিলেন এ দিন শিলিগুড়ি পুরসভার দায়িত্বপ্রাপ্ত এম এমআইসিরা।