বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সম্ভবত আজ লক্ষ্মীবারেই বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সল্টলেকে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। আর তা নিয়ে যখন জোর জল্পনা সেই সময় নয়া আইনি জটিলতা।
বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Ex Justice Abhijit Ganguly) নির্দেশ খারিজের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ চাকরিহারারা। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে (Calcutta High Court) এই মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে।
আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে বলে খবর। শুনানিতে আদালত কী নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে সবাই। আদালত সূত্রে জানা গিয়েছে, নবম-দশম, গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিহারারা এই আবেদন জানিয়েছেন। যেখানে বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Ex Justice Abhijit Ganguly) সমস্ত নির্দেশ খারিজ করার আবেদন জানানো হয়েছে।
শুধু তাই নয়, বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Ex Justice Abhijit Ganguly) যে নির্দেশ দিয়েছেন তার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে নয়া এই আবেদনে। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে।
তৃণমূলের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এসএসসি মামলায় রাজনৈতিক কেরিয়ার তৈরি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির চেয়ারে বসে পক্ষপাতদুষ্ট নির্দেশ দিয়েছেন বলেও চাঞ্চল্যকর দাবি আইনজীবীর। আর এরপরেই এনবম-দশম চাকরিহারাদের নয়া এই আবেদন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এই মামলায় চাকরিহারাদের হয়ে সওয়াল করতে পারেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানা যাচ্ছে। যদিও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, বিচারপতি পদে থাকাকালীন কোনও পক্ষপাতদূষ্ট নির্দেশ দিইনি। আইনের মধ্যে থেকে কাজ করার কথাও জানিয়েছেন প্রাক্তন বিচারপতি (Ex Justice Abhijit Ganguly)।
তাঁর দাবি, রাজনৈতিক দলে যোগ দেওয়া নিয়ে যখন আলোচনা শুরু হয়েছে সেই সময় থেকে হাইকোর্টে আর যাইনি। অনেক টাকা লোকসান করে ছুটি নিয়েছিলেন বলে মন্তব্য প্রাক্তন বিচারপতির। তবে বিজেপিতে যোগদানের আগে চাকরিচ্যুতদের এই মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপর চাপ বাড়াতে বলেই মত আইনজীবীদের একাংশ।
মামলা প্রসঙ্গে প্রাক্তন বিচারপতির (Ex Justice Abhijit Ganguly) এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি। বলে রাখা প্রয়োজন, বিজেপির তরফে প্রতিনিধিরা এদিন আসবেন প্রাক্তন বিচারপতির বাড়িতে। তারাই দলীয় কার্যালয়ে তাঁকে নিয়ে যাবেন বলে জানা গিয়েছে।