বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:  বিয়ের মরসুম চলেছে। এই শীতেই হয়তো কয়েক লক্ষ ছেলে মেয়ের দুহাত এক হবে। বিয়েতে সকলেই অভিনব কিছু করতে চায়। আর এবার সামনে আসলো একটা অভিনব বিয়ের নিমন্ত্রনের কার্ড।

 

কী রয়েছে সেই নেমন্তন্নের চিঠিতে? তিন ভাগে বিভক্ত কার্ডটির ছত্রে ছত্রে রকমারি মজা। পড়তে পড়তে হাসি খেলে যাবেই ঠোঁটের ডগায়। নেটিজেনরা অত্যন্ত মজা পেয়েছেন এমন অভিনব নিমন্ত্রণপত্র পেয়ে। প্রসঙ্গত, যে কোনও উৎসবেরই সংস্কৃতির গুরুত্বপূর্ণ অঙ্গ নেমন্তন্নের চিঠি। কিন্তু সেই চিঠিতে প্রথাগত কিছু না করে নতুনত্বের সন্ধান করেন অনেকেই। এই চিঠিও তেমনই। ঠিক নেমন্তন্নে খেতে আসা অতিথিদের ভাষাতেই লেখা হয়েছে সেই চিঠি।

চিঠিতে লেখা,পাত্রীর নাম ‘শর্মাজি কি লড়কি’ এবং পাত্রের নাম ‘গোপালজি কা লড়কা’। পাত্রীর নামের নিচে লেখা ‘পড়হাই মে তেজ’ ও পাত্রের নামের নিচে লেখা রয়েছে ‘বি টেক করে দোকান সামলায়’। রিসেপশনের ক্ষেত্রে লেখা সাতটা থেকে অনুষ্ঠান শুরু। কিন্তু সেই সঙ্গে এটাও উল্লেখ করে দেওয়া যে নিমন্ত্রণকারী পরিবারের সদস্যরা সাড়ে আটটা নাগাদই আসবেন। সবচেয়ে অভিনব উপহারের প্রসঙ্গ। পরিষ্কার লেখা রয়েছে ‘কোনও উপহার নয়’… এপর্যন্ত পড়ে যে কারও মনে হবে উপহার নেওয়া হবে না। কিন্তু একটি মোক্ষম কমার পরই লেখা আসল কথা- ‘কেবলই গুগল পে ও নগদ। আমরা ইতিমধ্যেই ৭টি ডিনার সেট ও ২০টি ফটো ফ্রেম পেয়েছি।’ লেখা রয়েছে, ‘খাবার খেয়ে যাবেন কিন্তু স্রেফ একবারই। কেননা দুহাজার টাকা প্লেট।’ এমনই অসাধারণ অবাক করে বিয়ের আমন্ত্রনের কার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *