বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিপুলা এই পৃথিবী বিস্ময়ে ভরা। ভরা বৈচিত্রে। সবটা এখনও হয়তো মানুষ আবিষ্কার করে উঠতে পারে নি। তেমনই এক আশ্চর্য দুই মুখী প্রাণী সামনে আসলো।
আসলে সম্প্রতি এক দুটি মাথা রয়েছে এমন এক প্রাণীকে গাছের গুড়ি থেকে পোকা খেতে দেখা গিয়েছে। সোশ্যায় মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যা দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়।সকলে দেখে বিস্মিত। যদিও প্রাণনীটি যে খুব অপরিচিত তা নয়, কিন্তু আশ্চর্য তার দুটি মাথা।
একটি বিশেষ একাউন্ট থেকে ভিডিওটি ভাইরাল করা হয়েছে। ভিডিয়োটিতে একটি আজব বিশাল বড় প্রাণীকে পোকামাকড় খেতে দেখা যায়। তবে প্রকৃতির অনেক প্রাণীই তো পোকামাকড় খেয়ে বেঁচে থাকে।এক্ষেত্রে ভিডিয়োর প্রাণীটিকে দুটি মাথা দিয়ে খাবার খেতে দেখা যায়। আর তাতেই আশ্চর্য হয়ে যান সকলে। আসলে এই প্রাণীটির নাম হল অ্যান্টিয়েটর। যাদের শরীরে দুটি মাথা রয়েছে। সচরাসচর এই প্রাণীটির বিষয়ে কেউ জানে না বলেই সকলের মনে সংশয় জেগেছে। দুটি মাথায় দিয়েই অ্যান্টিয়েটর বেশ দিব্যি খাবার খেয়ে থাকে।