বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিশ্বের নারী শক্তির দ্রুত বিকাশ ঘটছে। পুরুষ ও নারী সমান্তরালেভাবে এগিয়ে চলেছে সামনের দিকে।

 

সেই নারী শক্তিকে স্বীকৃতি দেবার জন্যই প্রত্যেক বছরেই ১০০ জন প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করে ফোর্বস। আর এবার সেই তালিকায় ভারতের তিনজন মহিলা আছেন। প্রথম ১০০তে রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এছাড়াও রোশনি নাদার মালহোত্রা এবং কিরণ মজুমদার-শ রয়েছেন মার্কিন অর্থ ও বাণিজ্য বিষয়ক পত্রিকার প্রভাবশালী নারীর তালিকায়।

চলতি বছরের তালিকায় শীর্ষে আছেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন। টানা দুবছর বিশ্বের প্রভাবশালী মহিলাদের তালিকায় শীর্ষস্থান পেলেন তিনি। দ্বিতীয় স্থানে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্কের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দে। তৃতীয় স্থানে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। উল্লেখ্য, গত দুবছর এই তালিকায় জায়গা পেয়েছিলেন শেখ হাসিনা। এ বছর অবশ্য তিনি নেই। তালিকায় ২৮ নম্বরে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ফোর্বসের তালিকায় ৮১ এবং ৮২ নম্বরে রয়েছেন রোশনি নাদার মালহোত্রা এবং কিরণ মজুমদার শ। মাত্র ৪৩ বছর বয়সি রোশনি এইচসিএল টেকনোলজির চেয়ারপার্সন পদে রয়েছেন। প্রযুক্তির দুনিয়ায় যথেষ্ট জনপ্রিয় নাম রোশনি। অন্যদিকে, ব্যবসায়ী কিরণ বহুদিন ধরেই ধনীতম ভারতীয়দের তালিকায় থেকেছেন। চলতি বছরের ধনীতম ভারতীয়দের মধ্যে ৯১ নম্বরে রয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *