বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ঘন কুয়াশা এবং কনকনে ঠান্ডার কারণে উত্তরবঙ্গ থেকে সব ট্রেন ছাড়তে দেরি করল। আপ এবং ডাউন সব ট্রেন এনজিপি থেকে দেরিতে ছাড়ছে এবং দেরিতে এসে পৌঁছাচ্ছে।
সকালে দার্জিলিং মেল এসে পৌঁছেছে প্রায় দেড় থেকে ফোনে দু ঘন্টা লেটে। অন্যান্য ট্রেনও ছাড়ছে অনেক দেরি করে। আসাম থেকে দিল্লি এবং গৌহাটি থেকে হাওড়া সব ট্রেনই তিন থেকে পাঁচ ঘন্টা লেটে পৌঁছাচ্ছে। ঘন কুয়াশার জন্য অনেক ট্রেনই গতি কমিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে বলে খবর পাওয়া গেছে। কুয়াশার কারণে অনেক ট্রেন দেরি করে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আরো বেশ কয়েকদিন এই আবহাওয়া থাকবে। ট্রেনের সময়সূচি অনুযায়ী ট্রেন ছাড়বে না বলে মাইকে আগের থেকে জানিয়ে দিচ্ছেন ঘোষক। এনজিপি থেকে হাওড়া গামী দুরন্ত এক্সপ্রেস এবং বন্দে ভারত দুটি গতকাল নির্দিষ্ট সময় থেকে অনেক দেরিতে এসে পৌঁছেছে। উত্তরবঙ্গের সব স্টেশনেই ট্রেন দাঁড়িয়ে আছে বলে খবর।