বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রতি বছরে ঠান্ডা বাড়ে শিলিগুড়িতে, এবারও তার ব্যতিক্রম হলো না , এবার বলা যায় কিছুটা আগেই আসলো ঠান্ডা। আর শিলিগুড়ি মানুষের সবার আগে দরকার, গরম চা, এই চা যেটা খেলে ঠান্ডা কমে যাবে।
বাইরের সাথে লড়াই করা যাবে, আর কোথায় পাওয়া যাবে চা , চলে আসুন নেতাজি কেবিনে। গরমে এবং বর্ষায় যেখানে আপনি পাবেন চা, ঠান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে চা খাওয়া একটা আলাদা ব্যাপারই বটে। আমাদের সবার ক্ষেত্রে যেটা প্রযোজ্য। সকালে বিধান মার্কেটে এসে আপনার একবার মনে হতে পারে একবার যায় বিধান মার্কেটের নেতাজী কেবিনে। একবার চা খেলে মন জুড়িয়ে যায়। কর্ণধার প্রণব বাগচী জানালেন এই সময়টা বাইরে থেকে প্রচুর মানুষ আছে যারা এখানে চা খেতে পছন্দ করে। সারা বছরের মত, এই সময় মানুষ উপচে পড়েন এই দোকানের বাইরে। ভিড় সামলানো দায় হয়ে যায়, মানুষের কাছে। তাইতো নেতাজী কেবিন মানুষের কাছে এত অবরুদ্ধ অধিকার পায়। সারা বছরের মতো এখানে মানুষ আসতে পছন্দ করেন, চা খেতে পছন্দ করেন। গর্বিত অভিযান মার্কেটে গর্বিত নেতাজি কেবিন এখন শুধু শিলিগুড়ি বা উত্তরবঙ্গের নয় সারা বাংলার মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে।