বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বাংলাদেশেদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে শৈল শহরের হোটেল। আজ থেকে ঠিক এমনটাই করতে চলেছে দার্জিলিংয়ের হোটেল গুলি।

 

 

 

দার্জিলিং এর হোটেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে, যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক দিকে যাচ্ছে, ততদিন পর্যন্ত বাংলাদেশীদের জন্য হোটেল সম্পূর্ণ হয়ে বন্ধ। যারা এখনো পর্যন্ত হোটেলে আছেন তাদের সমস্ত ধরনের সৌজন্যবোধ দেখি এই নির্দিষ্ট সময়ের মধ্যে হোটেল ছাড়তে বলা হয়েছে। গতকাল সাংবাদিকদের এক প্রেস বিজ্ঞপ্তিতে দার্জিলিং এর হোটেল
অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে সবার আগে দেশের সম্মান, যেভাবে দেশের পতাকাকে অপমানিত করা হয়েছে, এরপরে আর কোন সৌজন্যবোধ আসতে পারে না। সেই কারণে আপাতত বন্ধ রাখা হয়েছে , দার্জিলিংয়ের যেকোনো হোটেলে বাংলাদেশীদের ঢোকা। গত দুদিন ধরে পাহাড়ে হোটেলগুলি কি সিদ্ধান্ত নেবে , এটা নিয়েই আলোচনা চলছিল। অবশেষে আজ সকালে সিদ্ধান্ত নেওয়া হয়। যতদিন না পর্যন্ত, পরিস্থিতি স্বাভাবিক দিকে যাচ্ছে, এবং অচল অবস্থা যাতে সরে না যাচ্ছে, ততদিন পর্যন্ত এই সিদ্ধান্তই বহাল থাকবে বলে জানিয়েছে, দার্জিলিং এর হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *